Friday, August 22, 2025

যোগীরাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! নেতাকে পরপর গু*লি করে খু*ন

Date:

বাংলায় গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনা একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার যোগীরাজ্যে উত্তরপ্রদেশেও একই ঘটনা। শুধু তাই নয়, নিজের বাড়ির বাইরেই স্থানীয় বিজেপি নেতাকে পরপর গুলি করা হল। বৃহস্পতিবার রাতে মোরাদাবাদের এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেছে। ভয়াবহ এই ঘটনার ভিডিয়ো দেখেই শিউড়ে উঠছেন সকলে।

আরও পড়ুনঃ একই দিনে শহরে আসছেন RSS প্রধান ও বিজেপি সভাপতি, কেন জানেন ?

পুলিশ জানিয়েছে,নিহত বিজেপি নেতার নাম অনুজ চৌধরি (৩৪)। সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।বৃহস্পতিবার সন্ধ্যায় মোরাদাবাদের সম্বলে অনুজের বাড়ির বাইরে ক পরিচিতের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলেন অনুজ। এমন সময় হঠাৎই মোটরবাইকে থাকা তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বার কয়েক গুলি চালান। মাটিতে লুটিয়ে পড়েন অনুজ। বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা। এর পর অনুজকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে খবর, সম্প্রতি সম্বলের আসমলি ব্লকের প্রধান নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান। তাই এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি পরিবারের।
পুলিশ সূত্রে খবর, অমিত চৌধরি এবং অনিকেত নামে দুই যুবক সন্দেহের তালিকায় রয়েছেন। তাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি। অনুজ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চার জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের খুঁজে বার করতেও তৎপর তদন্তকারী আধিকারিকরা।

মোরাদাবাদ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘‘দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল বলে মনে করা হচ্ছে। চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পাঁচটি দল গঠন করা হয়েছে। শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে”।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version