Friday, August 22, 2025

ফের ভাঙড়ে (Bhangar) বোমা বিস্ফোরণ (Bomb Blasts)। শুক্রবারের বিস্ফোরণে উড়ে গেল একটি গোয়ালঘর। ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের কচুয়া গ্রামের ঘটনা। এদিন বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণের শব্দ শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের কচুয়া গ্রামের একটি বাঁশবাগানের ভিতরে বোমা বিস্ফোরণ ঘটে। তার জেরেই গোয়ালঘরের একাংশ ভেঙে গিয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তদের নাম নজিবর সর্দার এবং হাসান সর্দার। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। তবে তারা কী উদ্দেশে ওই বোমাগুলি বাগানে মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আইএসএফ-র (ISF) দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের হার নিশ্চিত জেনেই ভাঙড়কে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত আইএসএফ (ISF)।

এদিকে এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কীভাবে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটল সে বিষয়ে স্থানীয়দের জিঞ্জাসাবাদ করেন পুলিশ কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, যাঁর বাড়ির গোয়ালঘরে বিস্ফোরণ হয়েছে, সেই নজিবর আইএসএফের সমর্থক। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা বলেন, এদিন শুক্রবারের নমাজ পড়ছিল সবাই। আচমকাই প্রচণ্ড বিকট শব্দ কানে আসতেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি পরিত্যক্ত গোয়ালঘরে এই বিস্ফোরণ হয়েছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, শুধুমাত্র ভাঙড় নয়। রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছেন নওশাদ সিদ্দিকি। অবিলম্বে ভাঙড়ের বিধায়কের গ্রেফতারির দাবি করেন তিনি।

 

 

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version