‘অধীর চৌধুরী ব্লু-আইড, মোদি ভাসিয়ে রাখতে চাইছেন”, আঁ.তাত দেখছেন কুণাল

কুণালের দাবি, সংসদের বাদল অধিবেশনে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা আসলে তাঁকে ভাসিয়ে রাখতে চাওয়া। তাঁর কথায়, INDIA-কে ভয় পাচ্ছেন মোদি, বাংলাকে ভয় পাচ্ছেন

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রতি দরদ যেন উতলে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিষয়টিকে ইঙ্গিতবাহী বলে গতকাল, বৃহস্পতিবারই মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। হালকভাবে না নিয়ে অন্য সমীকরণের ব্যাখ্যা দিয়েছিলেন কুণাল। আসলে তৃণমূল নেতা বিজেপির সঙ্গে অধীরের সখ্যতা বোঝাতে চেয়েছিলেন। আজ, শুক্রবার ফের মোদির মন্তব্য নিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদকে নিশানা করেন কুণাল।

কুণালের দাবি, সংসদের বাদল অধিবেশনে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা আসলে তাঁকে ভাসিয়ে রাখতে চাওয়া। তাঁর কথায়, ”INDIA-কে ভয় পাচ্ছেন মোদি, বাংলাকে ভয় পাচ্ছেন। এর মধ্যে অধীর চৌধুরী মোদির ব্লু-আইড বয়। তাঁকে ভাসিয়ে রাখতে চাইছেন। কখনও অপমান করছেন। শূন্য পাওয়া দলের সভাপতিকে প্রচারে রাখার চেষ্টা করছেন। এটা মোদির কৌশল, বিজেপির কৌশল।”

বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্রের আরও সংযোজন, “তাঁর কথায়, ”নকল কুস্তি চলছে। যে মারছে, সেও জানে যে লাগবে না, যে মার খাচ্ছে, সেও জানে। আসলে তৃণমূল বিরোধীদের মূল শক্তি। সেখানে অধীরকে ভাসিয়ে রাখতে চাইছেন। INDIA জোট কোনও ব্যক্তিকে নিয়ে চলে না। জোট সকলকে নিয়ে চলে। আর কংগ্রেস এখানে সিপিএম, বিজেপিকে নিয়ে চলে। অবস্থান বদলানো উচিত। এভাবে দিল্লিতে একরকম অবস্থান, এখানে আলাদা – সেটা হওয়া উচিত না। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই বোঝাবে।”

আরও পড়ুন- রাহুলের ‘শাস্তি’ বহাল রাখা বিচারপতিকে গুজরাট থেকে পাটনা বদলি সুপ্রিমকোর্টের

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি অধীর চৌধুরীকে নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। কংগ্রেসকে কটাক্ষ করলেও অধীর চৌধুরীর তিনি সহানুভূতির মনোভাব পোষণ করেন। ভরা সংসদে মোদির দাবি, কলকাতার ফোন পেয়েই অধীর চৌধুরীকে কোণঠাসা করছে কংগ্রেস। অর্থাৎ তাঁর নিশানায় তৃণমূল।

 

Previous articleরাহুলের ‘শাস্তি’ বহাল রাখা বিচারপতিকে গুজরাট থেকে পাটনা বদলি সুপ্রিমকোর্টের
Next articleদ.লিতকে শারীরিক হেনস্থা, জুতো চাটিয়ে প্রস্রাব খাওয়ানোর অভি.যোগ