Saturday, November 8, 2025

যাদবপুরের ছাত্রের অস্বাভাবিক মৃ.ত্যু! হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে দায়ের খু.নের মামলা

Date:

ছেলের অস্বাভাবিক মৃত্যুতে (Unnatural Death) হস্টেলের (Hostel) আবাসিকদের বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের করলেন যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadeep Kundu) বাবা রমাপ্রসাদ কুণ্ডু (Ramaprasad Kundu)। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার মামলা রুজু করল পুলিশ। অবশ্য পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কীভাবে সে হস্টেলের বারান্দা থেকে পড়ে গেল তা নিয়েও রহস্য দানা বাঁধছে। পাশাপাশি র‍্যাগিংয়ের বিষয়টিকেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠছে তাহলে কী র‍্যাগিংয়ের বলি প্রথম বর্ষের ছাত্র?

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এদিকে বিষয়টির কথা জানতে পেরেই স্বপ্নদীপের বাবাকে ফোন করে দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে, তবে ঠিক কী হয়েছে এখনই তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনায় ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তদন্তকারীদের একাংশের দাবি, স্বপ্নদীপের ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) অনুযায়ী, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল। বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায়। সেই কারণেই অভ্যন্তরীণ আঘাত আরও গুরুতর হয়ে ওঠে। ভেঙে গিয়েছিল কোমরও। তবে ছাত্রের শরীরে মদ্যপানের কোনও প্রমাণ মেলেনি। সাধারণ খাবারই খেয়েছিলেন স্বপ্নদীপ।

 

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version