Wednesday, August 27, 2025

“বাংলাকে ভাতে মারার চিন্তা কেন?” বঞ্চনা ইস্যুতে মোদিকে তোপ মমতার

Date:

বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে শুরু থেকেই সরব রাজ্য সরকার। শনিবার ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদির বাংলা নিয়ে বদনামের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কড়া সুরে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তুললেন, “বাংলার বদনাম করা বাংলাকে ভাতে মারার চিন্তা কেন মোদির?”

মোদির মন্তব্যের পাল্টা এক অডিও বার্তায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলাকে এত বঞ্চনা করেছেন, নিপীড়ন, শোষণ করেছেন আপনারা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। বাংলা ৫ বার ১০০ দিনের কাজে প্রথম, যদি গাফিলতি থাকত তবে কেন প্রথম করা হল? ৫৪ টা টিম এসেছিল সব হিসেব দিয়েছি আমরা, তারপরও ২০২৩-২৪ বাজেটে বাংলাকে টাকা দেওয়া হয়নি। আবাস যোজনায় ৪ বার প্রথম হয়েছে বাংলা তারপরও বাংলার বাড়ি বন্ধ করা হল। বিজেপির লোকাল নেতাদের কথায় সেই টাকা বন্ধ করা হল। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আমরা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে ৫ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমার মন্ত্রীদের টিম গিয়েছে দেখা করতে। সাংসদরা দেখা করেছেন। তারপর ওনার দল বলেছে বাংলাকে আমরা ভাতে মারব। যারা এত অত্যাচার করে তারা বাংলায় হিংসা নিয়ে অভিযোগ তোলার আগে উত্তর দিক, মণিপুরে ৩ মাস ধরে কী করছেন?”

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মোদিজি বাংলাকে বদনাম করা, বাংলাকে ভাতে মারার চিন্তা কেন সর্বদা আপনার মাথায়? কারণ বাংলাকে আপনি ভয় পান। আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতি মাটি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই, আমরা একসাথে চলি। অন্যদিকে আপনাদের কাজ মণিপুরে জাতি দাঙ্গা লাগানো, দার্জিলিং, উত্তরবঙ্গকে টুকরো করা, জঙ্গলমহলে আগুন লাগানো। সেটা আমরা লাগাতে দেব না।”

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version