Thursday, August 28, 2025

মোহনবাগানের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ, ফেডারেশনের কাছে অভিযোগ

Date:

এযেন গোদের ওপর বিষফোঁড়া। একেই তো ম‍্যাচ হার, তারওপর ফেডারেশনের কাছে অভিযোগ। মরশুমের প্রথম বড় ম‍‍্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। এর ফলে দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বির রং হল লাল-হলুদ। আর এই জয়ের পরই এআইএফএফ-এর কাছে মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের অভিযোগ ডুরান্ড কাপের নিয়ম ভেঙে ৩ ম্যাচে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে মোহনবাগান। যেখানে ডুরান্ড কাপের নিয়ম, গোটা টুর্নামেন্টে মোট ৩০ জন ফুটবলার খেলাতে পারবে প্রতিটি দল।

ম‍্যাচ শেষে ইস্টবেঙ্গলের অভিযোগ, প্রথম দুটি ম্যাচে ২৭ জন ফুটবলারকে খেলিয়েছিল মোহনবাগান। শনিবারের ম্যাচে আরও ছ’জন ফুটবলার খেলানো হয়েছে। যেখানে সর্বোচ্চ সর্বোচ্চ তিন জন খেলানো যেতে পারত। আর এই নিয়েই এআইএফএফ -এর কাছে অভিযোগ করে লাল-হলুদ। এই নিয়ে মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতও। তিনি বলেন,” মোহনবাগান তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডুরান্ডে। এর মধ্যেই ওরা ৩৩ জন ফুটবলারকে ব্যবহার করে ফেলেছে। ডুরান্ডে নিয়ম রয়েছে ৩০ জনকে খেলানোর। আমরা কখনও ৩০ জনের বেশি ফুটবলারকে খেলাব না। ওরা নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে।”

এরপরই কুয়াদ্রাত আরও বলেন,” নিয়ম সব জায়গায় সমান ভাবে কাজে লাগানো হয় না, এটা দেখে অবাক হয়েছি। মোহনবাগানের ব্যাপারটা বুঝতে পারছি। ওরা সবাইকে খেলিয়ে দেখে নিতে চাইছে। এরপরে ওদের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেটাকে আমি সমীহ করি। কিন্তু নিয়ম তো সবার জন্যেই সমান তাই না?”

আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ‍্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট

 

 

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version