“প্রয়োজন নেই রাজভবনের। ওটা মিউজিয়াম করে দিন।” রাজ্যে রাজ্যে রাজ্যপালের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে, রাজভবনগুলি তুলে দেওয়ার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তিব্র আক্রমণ শানালেন বাংলার নেত্রী। সরব হলেন কেন্দ্র পরিচালিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে করুণ অবস্থা নিয়েও।
বাংলায় পঞ্চায়েত নির্বাচনে(Panchayet election) হিংসার অভিযোগ তুলে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তারই পাল্টা জবাবে কেন্দ্রের মোদি সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে আসে বিশ্ব বিদ্যালয় ও রাজ্যপাল প্রসঙ্গ। মমতা বলেন, “একটা বিশ্ব বিদ্যালয় চালান আপনারা। সেখানে অমর্ত্য সেনের মতো মানুষের জমি কেড়ে নিতে চেয়েছিলেন আপনারা। আপনাদের লজ্জা করে না, বিশ্বভারতী বাংলা তথা বিশ্বের গর্ব। সেটাকে শেষ করে দিয়েছেন আপনারা।” এরপরই রাজ্যপাল প্রসঙ্গে বলেন, “আর একটা রাজ্যপাল পাঠিয়েছেন, রাজ্য নেই, কিন্তু পালের গোদা। তাঁর কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদলে দেওয়া আর আরএসএসের লোকেদের উপাচার্য পদে বসিয়ে দেওয়া। কী ভেবেছেন আপনারা? রাজ্যপালের কী প্রয়োজন? রাজভবনগুলো মিউজিয়াম করে দিন। ওটার আর প্রয়োজন নেই। যখন ইংরেজরা ছিল তখন প্রয়োজন ছিল। এখন গণতান্ত্রিক সরকার গণতন্ত্র চালাবে। রাজভবনের জায়গায় শপথবাক্য প্রয়োজনে প্রধান বিচারপতি পাঠ করাবেন। রাজভবনের কোনও প্রয়োজন নেই। প্রতিটি রাজ্যে অঘোষিত সরকার চালাচ্ছেন রাজ্যপাল।”
এছাড়া পঞ্চায়েত হিংসা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন অভিযোগ তুলে মমতা বলেন, “মোদিজি বাংলাকে বদনাম করা, বাংলাকে ভাতে মারার চিন্তা কেন সর্বদা আপনার মাথায়? কারণ বাংলাকে আপনি ভয় পান। আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতি মাটি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই, আমরা একসাথে চলি। অন্যদিকে আপনাদের কাজ মণিপুরে জাতি দাঙ্গা লাগানো, দার্জিলিং, উত্তরবঙ্গকে টুকরো করা, জঙ্গলমহলে আগুন লাগানো। সেটা আমরা লাগাতে দেব না।”
আরও পড়ুন- মমতার প্রকল্পকে নকল! কন্যাশ্রীর সামনে ডাহা ফেল মোদির সাধের বেটি বাঁচাও, বেটি পড়াও