তিনি যে ফুরিয়ে যাননি তা আবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জোড়া গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ্যাম্পিয়ন হল আল নাসের। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে ফাইনালে রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল ২-১ গোলে। আর এই ট্রফির সুবাদে আল নাসেরের হয়ে প্রথম ট্রফির স্বাদ পেলেন CR7।
গত মরশুমে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও এতদিন পযর্ন্ত কোন ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। এবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপকে পাখির চোখ করেছিলেন তিনি। ফাইনালে নিজের সেরা খেলা খেললেন রোনাল্ডো। ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও রোনাল্ডোর গোলের সুবাদে দুরন্ত প্রত্যাবর্তন করে আল নাসের। ম্যাচে প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে ১-০ গোলে এগিয়ে যায় আল হিলাল। যদিও এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল হিলাল। ম্যাচের ৭৪ মিনিটে আল নাসেরের হয়ে সমতা ফেরান রোনাল্ডো। এর ঠিক সাত মিনিটের ব্যবধানে আল নাসেরের আল আমিরি ও নওয়াফ বৌশাল লাল কার্ড দেখেন। ফলে ৯ জনকে নিয়ে বাকি সময়ে খেলতে হয় আল নাসেরকে। ৯ জনে হয়ে গেলেও একবারেও দমে যায়নি রোনাল্ডোরা। নির্ধারিত সময় পযর্ন্ত ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম্যাচের ৯৮ মিনিটে আবার গোল করে ব্যবধান বারান রোনাল্ডো। তবে এরপরই চোট পান সিআরসেভেন। মাঠ ছাড়েন তিনি। শেষ পযর্ন্ত ২-১ গোলে জয় পায় আল নাসের।
এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা দেন রোনাল্ডো। তিনি লেখেন,” প্রথম বার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাতে পেরে গর্বিত। ক্লাবের সব ফুটবলারকে ধন্যবাদ। এটা দলগত জয়। পাশে থাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ। দর্শকেরা যেভাবে সমর্থন করেছেন তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন:ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে আইপিএল-কে কৃতিত্ব দিলেন যশস্বী