Tuesday, August 26, 2025

রোনাল্ডোর জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ‍্যাম্পিয়ন আল নাসের

Date:

তিনি যে ফুরিয়ে যাননি তা আবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জোড়া গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ‍্যাম্পিয়ন হল আল নাসের। আরব ক্লাব চ‍্যাম্পিয়ন্স কাপে ফাইনালে রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল ২-১ গোলে। আর এই ট্রফির সুবাদে আল নাসেরের হয়ে প্রথম ট্রফির স্বাদ পেলেন CR7।

গত মরশুমে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও এতদিন পযর্ন্ত কোন ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। এবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপকে পাখির চোখ করেছিলেন তিনি। ফাইনালে নিজের সেরা খেলা খেললেন রোনাল্ডো। ম‍্যাচে এক গোলে পিছিয়ে থেকেও রোনাল্ডোর গোলের সুবাদে দুরন্ত প্রত‍্যাবর্তন করে আল নাসের। ম‍্যাচে প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে ১-০ গোলে এগিয়ে যায় আল হিলাল। যদিও এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল হিলাল। ম‍্যাচের ৭৪ মিনিটে আল নাসেরের হয়ে সমতা ফেরান রোনাল্ডো। এর ঠিক সাত মিনিটের ব্যবধানে আল নাসেরের আল আমিরি ও নওয়াফ বৌশাল লাল কার্ড দেখেন। ফলে ৯ জনকে নিয়ে বাকি সময়ে খেলতে হয় আল নাসেরকে। ৯ জনে হয়ে গেলেও একবারেও দমে যায়নি রোনাল্ডোরা। নির্ধারিত সময় পযর্ন্ত ম‍্যাচের ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম‍্যাচের ৯৮ মিনিটে আবার গোল করে ব‍্যবধান বারান রোনাল্ডো। তবে এরপরই চোট পান সিআরসেভেন। মাঠ ছাড়েন তিনি। শেষ পযর্ন্ত ২-১ গোলে জয় পায় আল নাসের।

এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা দেন রোনাল্ডো। তিনি লেখেন,” প্রথম বার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাতে পেরে গর্বিত। ক্লাবের সব ফুটবলারকে ধন্যবাদ। এটা দলগত জয়। পাশে থাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ। দর্শকেরা যেভাবে সমর্থন করেছেন তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে আইপিএল-কে কৃতিত্ব দিলেন যশস্বী

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version