Monday, May 5, 2025

নয়ে নয় হলো না। দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের। শনিবার ডুরান্ড কাপে মরশুমের প্রথম বড় ম‍্যাচে লাল-হলুদের কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। দলে একাধিক তারকা ফুটবলার। কিন্তু শনিবার লাল-হলুদের সামনে দাঁড়াতেই পারেনি জেসন ক‍্যামিন্স, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপারা। তবে এই হারকে বড় করে দেখতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। ফেরান্দোর কথা তাঁর পাখির চোখ এএফসি কাপ।

ম‍্যাচের পর ফেরান্দো বলেন,”সমর্থকদের জন্যে এই ফলাফল দেখে খারাপ লাগছে। কিন্তু আমার কাছে খুব একটা হতাশার জায়গা নেই। কাল থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করতে হবে। প্রতিদিন নিজেদের উন্নতি করতে হবে। আমি একেবারেই ভেঙে পড়ছি না। এএফসি কাপে ভাল খেলাই আমাদের লক্ষ্য। আগামী বুধবার সেই লক্ষ্যে নামতে হবে আমাদের।”

তবে ডার্বি হারলেও দলের খেলায় খুশি জুয়ান। এই নিয়ে তিনি বলেন,” রক্ষণের সামান্য ভুলে গোল খেয়েছি। তবে এটা বার বার বলছি, এটা প্রাক মরশুম প্রস্তুতির সময়। খেয়াল করলে দেখবেন, ম্যাচের অনেকটা সময় আমরা শাসন করেছি। বিপক্ষকে নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য ভাল খেলতে পারিনি।”

লাল-হলুদের প্রশংসা করে জুয়ান বলেন,” ওরা সত্যিই ভাল খেলেছে। ইস্টবেঙ্গলের থেকে এরকমই লড়াই প্রত্যাশা করেছিলাম। ওরা ডুরান্ড কাপে ভাল ফল করার লক্ষ্যে এসেছে। তাই এরকম লড়াই দেখতে পেয়ে ভাল লেগেছে। নন্দর গোলটাও ভাল। ওকে আগেও এরকম গোল করতে দেখেছি।”

এদিকে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ। পরপর ম‍্যাচ মোহনবাগানের। ফুটবলারদের ক্লান্তি ভাবায় ফেরান্দোকে। এই নিয়ে বাগান কোচ বলেন,” ভেবে দেখুন, দু’দিন পরেই আমাদের কলকাতা লিগে ম্যাচ। তার দু’দিন পরে এএফসি কাপ। তার পরেই আবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। এত গুলো ম্যাচে খেলানোর জন্যে ফুটবলার খুঁজে পাওয়াও মুশকিল। সবাইকে সব ম্যাচে খেলানো যাবে না। তাই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলাতে হবে। এত কিছুর পরেও বলছি, আমাদের আসল লক্ষ্য এএফসি কাপ।”

আরও পড়ুন:ফুটবলের মতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও লাল কার্ড!

 

 

 

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version