Sunday, November 9, 2025

স্বপ্নের প্রত্যাবর্তন, পিছিয়ে পড়েও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শিরোপা ভারতের

Date:

এ যেন স্বপ্নের প্রত্যাবর্তন। ১-৩ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ম্যান ইন ব্লু’র।  মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থবার ট্রফি জিতল ভারত। ২০১৮ সালের পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শিরোপা ভারতের। মালয়েশিয়া যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কখনও ফাইনালে ওঠেনি, তাদের সঙ্গে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত ব্রিগেড।

শনিবার  চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে মালয়েশিয়াকে মেগা ফাইনালে ৪-৩ গোলে হারিয়ে এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি জিতল হরমনপ্রীত সিংরা। প্রথমে ১-৩ গোলে পিছিয়ে থাকলেও, তৃতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক করল ভারত।  ম্যাচের শুরুতে অবশ্য ভারতই এগিয়ে গিয়েছিল। ৯ মিনিটেই ১ গোল  করে ফেলে তারা। হরমনপ্রীতের সৌজন্যে পেনাল্টি কর্নার পায় ভারত। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং তখন মাঠের বাইরে। তাঁর বদলে ড্র্যাগ ফ্লিকারের ভূমিকায় ছিলেন যুগরাজ সিং। তিনিই ১-০ এগিয়ে দেন ভারতকে। প্রথম গোলের পর ভারতের আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।  পরে ১-৩ পিছিয়ে পড়েও। খেলার বয়স যত বেড়েছে নিজেদের দখলে নিতে শুরু করে মালয়েশিয়া। ম্যাচের ১৪ মিনিটের গোল শোধ করে দেয় মালয়েশিয়া। ১৬ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখলেন গুরজন্ত সিং।  সেই সুযোগকে কাজে লাগিয়ে ১৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন রাহিম রাজি। ২৮ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করতে হয় ইন্ডিয়াকে। চাপের মুখে পড়ে যায় ক্রেগ ফুলটনের ছেলেদের।

এরপরেই দুরন্ত কামব্যাক করল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পরেও ৪৫ মিনিটে গোলের মুখ খুলে যায়। সুখজিৎকে ফাউল মালয়েশিয়ার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করেন অধিনায়ক। সেই গোলের ব্যবধান কমে যেতে আত্মবিশ্বাস ফিরে পায় ভারত। এরপর গুরজন্ত সিং ও আকাশদীপ সিং হাত ধরে তৃতীয় ও চতুর্থ গোল আসে ভারতের।ম্যাচে যে ভাবে ভারত কামব্যাক করেছে তা সত্যিই প্রশংসনীয়।গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি ভারতীয় দল। এই জয় এশিয়ান গেমসের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করতে পারে। শনিবারের ফাইনালে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর, গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ এবং ভারতীয় মহিলা হকি দলের সদস্যেরা।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version