Sunday, May 4, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। কাপ্তানের বর্তমান ঠিকানা এখন জেল (Jail)। গত শনিবার থেকেই তিনি জেলবন্দী। এবার প্রাক্তন পাক ক্রিকেট তারকাকে বেজায় বেকায়দায় ফেলেছে সি ক্যাটেগরির (C Category) জেলের পরিবেশ। জেল সূত্রে খবর, স্যাঁতসেঁতে একচিলতে কামরায় রাখা হয়েছে তাঁকে। সেখানে একদিকে যেমন দিনরাত মশা, মাছি ভনভন করছে। তেমনই জেলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে সারি সারি পিঁপড়ে। তার উপর বিছানায় ভর্তি ছারপোকা। ফলে ছারপোকার কামড়ে জেরবার হতে হচ্ছে ইমরানকে।

ইমরানের সঙ্গে জেলে গিয়ে দেখা করার পর তাঁর আইনজীবী নঈম হায়দার পানজোথা জানিয়েছেন, জেলের কুঠুরিতে একটি মাত্র খোলা শৌচাগার রয়েছে। সেই জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে অনবরত। সেখানে টিভি নেই, সুযোগ নেই খবরের কাগজ পড়ারও। তবে কোনওভাবেই ভেঙে পড়েননি ইমরান। সোমবার জেলে ইমরানের সঙ্গে দেখা করার পর জেল থেকে বেরিয়ে আইনজীবীর দাবি, এই কঠিন পরিস্থিতিতেও দাঁতে দাঁত চেপে লড়াই করছেন কাপ্তান।

তোষাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদন্ড দিয়েছে ইসলামাবাদের নিম্ন আদালত। এরপরই লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নিম্ন আদালতের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও বিচারের নামে প্রহসন’ আখ্যা দিয়েছে ইমরানের দল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ারও প্রস্তুতি নিচ্ছে ইমরান শিবির।

 

 

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version