Tuesday, November 4, 2025

“ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত”! বেজিংকে কড়া বার্তা মার্কিন কংগ্রেসের সদস্যের

Date:

গালওয়ান সংঘর্ষের (Galwan Fight) পর থেকেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত (Indo China Border)। লালফৌজ বারবার অনুপ্রবেশের চেষ্টা চালালেও কড়া জবাব দিয়েছে ভারত (India)। এমন আবহে বেজিংকে (Beijing) ভারতের সীমান্ত মেনে চলার হুঁশিয়ারি দিলেন মার্কিন কংগ্রেসের (US Congressman) সদস্য রো খান্না। সম্প্রতি ভারত সফরে এসে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। চিনেরও উচিত ভারতে সীমান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

সম্প্রতি ভারত সফরে এসেছেন মার্কিন কংগ্রেসের সদস্য। তাঁকে গণতান্ত্রিক অধিকার ও মানবধিকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ভারত ও আমেরিকা গণতান্ত্রিক দেশ। দুদেশই তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে প্রাধান্য দেয়। তবে শুধু চিন বা ভারত নয়, সেই সাক্ষাৎকারে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) আলোচনা হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তাই  দু’দেশের মধ্যে শান্তি ফেরানোর ক্ষেত্রে ভারতের কাছে প্রতিনিধিত্বের যে বড় সুযোগ রয়েছে তারও উল্লেখ করেন তিনি।

২০২০ সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করেই ভারত-চিন সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এদিকে সীমান্তে শান্তি ফিরলে তবেই সম্পর্ক স্বাভাবিক হবে বলে সাফ জানিয়েছে মোদি সরকার। অন্যদিকে, চিনকে কড়া হাতে প্রতিহত করতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। এর মাঝেই আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে থাকার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও। আর সেই মঞ্চ থেকে বেজিংকে কী বার্তা দেওয়া হয় সেই দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

 

 

 

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version