Saturday, August 23, 2025

“ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত”! বেজিংকে কড়া বার্তা মার্কিন কংগ্রেসের সদস্যের

Date:

গালওয়ান সংঘর্ষের (Galwan Fight) পর থেকেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত (Indo China Border)। লালফৌজ বারবার অনুপ্রবেশের চেষ্টা চালালেও কড়া জবাব দিয়েছে ভারত (India)। এমন আবহে বেজিংকে (Beijing) ভারতের সীমান্ত মেনে চলার হুঁশিয়ারি দিলেন মার্কিন কংগ্রেসের (US Congressman) সদস্য রো খান্না। সম্প্রতি ভারত সফরে এসে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। চিনেরও উচিত ভারতে সীমান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

সম্প্রতি ভারত সফরে এসেছেন মার্কিন কংগ্রেসের সদস্য। তাঁকে গণতান্ত্রিক অধিকার ও মানবধিকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ভারত ও আমেরিকা গণতান্ত্রিক দেশ। দুদেশই তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে প্রাধান্য দেয়। তবে শুধু চিন বা ভারত নয়, সেই সাক্ষাৎকারে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) আলোচনা হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তাই  দু’দেশের মধ্যে শান্তি ফেরানোর ক্ষেত্রে ভারতের কাছে প্রতিনিধিত্বের যে বড় সুযোগ রয়েছে তারও উল্লেখ করেন তিনি।

২০২০ সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করেই ভারত-চিন সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এদিকে সীমান্তে শান্তি ফিরলে তবেই সম্পর্ক স্বাভাবিক হবে বলে সাফ জানিয়েছে মোদি সরকার। অন্যদিকে, চিনকে কড়া হাতে প্রতিহত করতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। এর মাঝেই আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে থাকার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও। আর সেই মঞ্চ থেকে বেজিংকে কী বার্তা দেওয়া হয় সেই দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version