Tuesday, August 26, 2025

ছাত্র মৃ*ত্যুর পর হোস্টেল ছাড়ার হিড়িক, তালিকা তৈরি করে তলব করছে পুলিশ

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় কয়েকদিন ধরেই তোলপাড় গোটা রাজ্য৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷তদন্ত যত এগোচ্ছে, নতুন নতুন তথ্য সামনে আসছে।মৃত ছাত্রের ডায়েরিতে লেখা চিঠি ঘিরে যেমন রহস্য দানা বেধেছে, তেমনই সামনে এসেছে আরও একটি নতুন তথ্য।জানা গিয়েছে, এই ঘটনার পরেই বেশ কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছেড়ে চলে গিয়েছেন৷ অনেকে আবার শহরের বাইরে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। তাঁরা কারা? কেনই বা তাঁরা হস্টেল ছেড়ে চলে গেলেন? এই সব প্রশ্নের উত্তর পেতে মরিয়া পুলিশ।

যে পড়ুয়ারা বুধবারের ঘটনার পর হস্টেল ছেড়েছেন, তাদের তালিকা তৈরি করে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কি না,সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় উঠে এসেছে র‌্যাগিংয়ের অভিযোগ৷ ঘটনার রাতে তাঁর উপর নানা অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ এদিকে, এই ঘটনার পরেই একে একে ছাত্রেরা হোস্টেল ছাড়ছে৷ তারই মধ্যে উঠে এসেছে হস্টেলের নানা অব্যবস্থার ছবি৷ জানা গিয়েছে, হস্টেলের বেশিরভাগ ঘর দখল করে বসে রয়েছেন প্রাক্তনীরা৷ বিশ্ববিদ্যালয়ের পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাঁরা ঘর ছাড়েননি৷ হস্টেল জুড়ে তাদেরই দাপট৷ সিসি ক্যামেরা না থাকায় দৌরাত্ম আরও বেড়ে গিয়েছে৷ অবাধে চলছে বেআইনি কাজ। নতুন ছাত্রেরা হস্টেলে এলে এই সব প্রাক্তনী কিংবা অন্যান্য ছাত্রের অতিথি হয়ে থাকতে হয়।

এই সমস্ত অভিযোগ সামনে আসতেই যাদবপুরের হস্টেলে থাকতে ভয় পাচ্ছেন অনেকেই। বিতর্ক এড়াতেই হয়তো অনেকে হস্টেল ছেড়ে চলে যাচ্ছেন। তবে এই মুহূর্তে সকলেই তদন্তকারী অফিসারদের নজরে৷ যাদবপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি)-এর প্রতিনিধি দল৷ অন্য দিকে, ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু হয়েছে। কালো পতাকা নিয়ে ওই মিছিলে অংশ নিয়েছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক, অশিক্ষক কর্মীরা।

 

 

 

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version