Monday, August 25, 2025

আদানি গোষ্ঠীর তদন্তে ‘গড়িমসি‘ সেবির! রিপোর্ট জমা পড়ল না শীর্ষ আদালতে, আক্রমণ কংগ্রেসের

Date:

আদানি গোষ্ঠীর তদন্তে ‘গড়িমসি‘ সেবির। কথা থাকলেও, সোমবার সুপ্রিম কোর্টে আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত (Investigation) রিপোর্ট পেশ করতে পারল না সেবি তথা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। কারণ এখনও তদন্তই শেষ করে উঠতে পারেনি তারা। আরও ১৫দিন সময় চেয়েছে সেবি।

বেশ কয়েকমাস আগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার কোম্পানি হিন্ডেনবার্গ। সেই রিপোর্টে ভিত্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জেরে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের হয়। শীর্ষ আদালতই সেবিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল।

এদিন শীর্ষ আদালতে সেবি জানিয়েছে, আদানি গোষ্ঠীর ২৪টি লেনদেনের মধ্যে ১৭টির তদন্ত হয়েছে। এখনও বাকি ৭টি। এর আগে একবার তদন্তের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। ১৪ অগাস্টের মধ্যে রিপোর্ট জমার কথা ছিল। শুধু হিন্ডেনবার্গের রিপোর্টই নয়, বেশ কিছু কোম্পানিতে পাবলিক শেয়ার হোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘন করেছে আদানি গোষ্ঠী। এই অভিযোগের তদন্তও সেবিকে করতে বলে শীর্ষ আদালত।

এদিকে, সেবির এই ‘গড়িমসি’ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। প্রশ্ন তোলে, ওই কোম্পানিতে গরমিল অডিটর ফার্ম ডেলয়েট অ্যান্ড হ্যাস্কিংস দেখতে পাচ্ছে। সেবি কি সেই অনিয়ম দেখতে পাচ্ছে না? সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশের ৪৮ ঘণ্টা আগে ডেলয়েটের অডিটর দায়িত্ব ছেড়ে দিয়েছে। ডেলয়েট জানায়, হিন্ডেনবার্গের রিপোর্টে যে সব লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছিল, সেগুলি অবশ্যই সেবির নিয়ম লঙ্ঘন করেছে। অথচ বিজেপি তথা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তই শেষ করে উঠতে পারছে না সেবি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version