Saturday, November 1, 2025

আদানি গোষ্ঠীর তদন্তে ‘গড়িমসি‘ সেবির! রিপোর্ট জমা পড়ল না শীর্ষ আদালতে, আক্রমণ কংগ্রেসের

Date:

আদানি গোষ্ঠীর তদন্তে ‘গড়িমসি‘ সেবির। কথা থাকলেও, সোমবার সুপ্রিম কোর্টে আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত (Investigation) রিপোর্ট পেশ করতে পারল না সেবি তথা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। কারণ এখনও তদন্তই শেষ করে উঠতে পারেনি তারা। আরও ১৫দিন সময় চেয়েছে সেবি।

বেশ কয়েকমাস আগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার কোম্পানি হিন্ডেনবার্গ। সেই রিপোর্টে ভিত্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জেরে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের হয়। শীর্ষ আদালতই সেবিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল।

এদিন শীর্ষ আদালতে সেবি জানিয়েছে, আদানি গোষ্ঠীর ২৪টি লেনদেনের মধ্যে ১৭টির তদন্ত হয়েছে। এখনও বাকি ৭টি। এর আগে একবার তদন্তের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। ১৪ অগাস্টের মধ্যে রিপোর্ট জমার কথা ছিল। শুধু হিন্ডেনবার্গের রিপোর্টই নয়, বেশ কিছু কোম্পানিতে পাবলিক শেয়ার হোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘন করেছে আদানি গোষ্ঠী। এই অভিযোগের তদন্তও সেবিকে করতে বলে শীর্ষ আদালত।

এদিকে, সেবির এই ‘গড়িমসি’ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। প্রশ্ন তোলে, ওই কোম্পানিতে গরমিল অডিটর ফার্ম ডেলয়েট অ্যান্ড হ্যাস্কিংস দেখতে পাচ্ছে। সেবি কি সেই অনিয়ম দেখতে পাচ্ছে না? সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশের ৪৮ ঘণ্টা আগে ডেলয়েটের অডিটর দায়িত্ব ছেড়ে দিয়েছে। ডেলয়েট জানায়, হিন্ডেনবার্গের রিপোর্টে যে সব লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছিল, সেগুলি অবশ্যই সেবির নিয়ম লঙ্ঘন করেছে। অথচ বিজেপি তথা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তই শেষ করে উঠতে পারছে না সেবি।

Related articles

সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড, গুরুতর আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর 

বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডুর...

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে শুকনো আবহাওয়া শনিতে!

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে অনেকটাই। শুক্রবার এরপর শনিবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির (Rain) দেখা মেলেনি। রবিবার থেকে...

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...
Exit mobile version