Sunday, November 9, 2025

হাওয়াইয়ের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৯, বাইডেনের ‘দায়সারা’ মন্তব্যে বিতর্ক

Date:

হাওয়াইয়ের মাউই দ্বীপের ভয়ংকর দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৯ জন। যদিও পুড়ে যাওয়া এলাকাগুলোর ২৫ শতাংশ অংশেই তল্লাশি সম্পন্ন করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ৭৫ শতাংশ অংশে এখনো উদ্ধার কাজ বাকি। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা অনুমান করে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। এদিকে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করা হলে তিনি এ বিষয়ে কোনো উত্তর দিতে চাননি। ‘নো কমেন্ট’, বলে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান মার্কেট প্রেসিডেন্ট। ভয়ংকর বিপর্যয়ে রাষ্ট্রপতির এমন দায়সারা মন্তব্যে ক্ষুব্ধ আমেরিকাবাসী। প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও এখনো ওই এলাকা পরিদর্শনে যাননি। এমনকি সেখানে যাওয়ার কোনও পরিকল্পনা তার নেই বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে বেড়েছে ক্ষোভ।

গত মঙ্গলবার মাউইর ঐতিহাসিক শহর লাহাইনায় ছড়িয়ে পড়া দাবানলে ব্লকের পর ব্লক পুড়ে ছাই হয়ে যায়। শহরের বাইরে তৃণভূমিতে প্রথম দাবানল শুরু হয়েছিল। হাওয়াইয়ের পাশ দিয়ে যাওয়া একটি হারিকেন থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১২৮ কিলোমিটার বেগে ধেয়ে আসা বাতাসের তোড়ে শুষ্ক তৃণভূমিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন জানিয়েছেন, এক পর্যায়ে তাপমাত্রা ৫৩৮ সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ধাতুর কাঠামোগুলোও গলে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাই নিহতদের দেহাবশেষ খুঁজে পাওয়া গেলেও সেগুলো শনাক্ত করা খুব কঠিন হবে বলে মনে করছেন তারা।

শতাধিক বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী এ দাবানলে ২২০০টিরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর ৮৬ শতাংশই আবাসিক ছিল। মোট ক্ষতির পরিমাণ ৫৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এখনো পর্যন্ত গোটা এলাকার মাত্র ২৫ শতাংশ অংশে অনুসন্ধান চালিয়ে ৯৯ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আগামী রবিবারের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ তল্লাশি সম্পন্ন হবে বলে মনে করছে প্রশাসন। এদিকে এই দুর্ঘটনার পর নিখোঁজ ১১৩০ ব্যক্তির একটি তালিকা সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগ জনক বলে মনে করা হচ্ছে। তবে এরই মাঝে জো বাইডেনের এমন দায়সারা মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আমেরিকাবাসী।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version