Friday, August 29, 2025

কেন বিশ্বকাপে ভারতের ম‍্যাচের টিকিট বিক্রি ধাপে ধাপে? জানা গেল কারণ

Date:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। এই হাইভোল্টেজ টুর্নামেন্টের টিকিট নিয়ে মানুষের চাহিদাও তুঙ্গে। বিশেষ করে ভারতের ম‍্যাচের। কারণ এবার দেশের মাটিতে বিশ্বকাপ। তাই ভারতের টিকিটের চাহিদাও থাকবে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। যানা যাচ্ছে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি করা হবে ধাপে ধাপে। কিন্তু বাকি দেশগুলির সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে যাবেই আগেই। কেন ধাপে ধাপে ভারতের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কিছু খোলসা করেনি আইসিসি বা বিসিসিআই। তবে জানা যাচ্ছে বিশেষ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, টিকিট বিক্রির ওয়েবসাইটের বিকল হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ভারতের ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হলে একই সময়ে প্রচুর সমর্থক ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটার চেষ্টা করতে পারেন। যার ফলে ওয়েবসাইট বিকল হয়ে যেতে পারে। সে কারণেই ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ে টিকিট বিক্রির ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এক কর্তা বলেন, “মানুষের যে অত্যধিক আগ্রহ থাকবে ভারতের ম্যাচ নিয়ে, তা সামাল দিতেই এই সিদ্ধান্ত। এটাই সবচেয়ে ভাল উপায়।” মনে করা হচ্ছে, অতীত থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডে বিশ্বকাপের সময়েও ভারতের ম্যাচগুলি নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। ভারতের সব ম্যাচের টিকিট একসঙ্গে ছাড়ার পর সমর্থকেরা একই সময়ে ওয়েবসাইটে ঢুকে পড়েছিলেন টিকিট কাটার জন‍্য। যার ফলে সেটি কাজ করাই বন্ধ করে দিয়েছিল। আর সেই কারণে সমর্থকেরা টিকিট কাটতে পারেননি।

আসন্ন বিশ্বকাপে টিকিট বিক্রি নিয়ে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩১ আগস্ট। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচের টিকিট পাওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন:নয়া উদ্যোগ এআইএফএফ-এর, জাতীয় দলে খেলার সুযোগ পাবেন ভারতীয় বংশোদ্ভূতরা, গঠণ করা হল টাস্ক ফোর্স

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version