Sunday, November 9, 2025

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বেন স্টোকস অবসর ভেঙে ওয়ানডে দলে

Date:

Share post:

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপের নায়ক বেন স্টোকস অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজের তাকে নিয়েই দল সাজিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস। গত গ্রীষ্মে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। তবে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তাকে ওয়ানডেতে ফেরানোর চেষ্টা করছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাদের সেই চেষ্টা সফল হলো।

নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার মধ্য দিয়ে স্টোকসের ওয়ানডে বিশ্বকাপে খেলা একরকম নিশ্চিত হলো বলা চলে। তবে স্টোকস ফিরলেও চোটের কারণে পেসার জোফরা আর্চার এই সিরিজের দলেও নেই।১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সারে পেসার গাস অ্যাটকিনসন। টি-টোয়েন্টি ব্লাস্টের পর চলমান দ্য হানড্রেডেও গতির ঝলক দেখিয়েছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা এ ফাস্ট বোলার। ওয়ানডে দলের মতো টি-টোয়েন্টি দলেও আছেন তিনি।

আরও ডাকা পেয়েছেন পেসার জশ টাং ও জন টার্নারকে। এই দুজনও অভিষেকের অপেক্ষায় আছেন। টাং অবশ্য এরই মধ্যে টেস্ট অভিষেক করে ফেলেছেন। টার্নার ইংল্যান্ডের কোনো দলে ডাক পেলেন প্রথমবার।আগামী ৩০ অগাস্ট ডারহামে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। ম্যানচেস্টারে ১ সেপ্টেম্বর দ্বিতীয়, বার্মিংহামে ৩ সেপ্টেম্বর তৃতীয় ও নটিংহ্যামে ৫ সেপ্টেম্বর হবে চতুর্থ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল মুখোমুখি হবে ওয়ানডেতে। কার্ডিফে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে, ১০ সেপ্টেম্বর সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডে, ১৩ সেপ্টম্বর ওভালে তৃতীয় ও ১৫ সেপ্টেম্বর লর্ডসে হবে চতুর্থ ওয়ানডে।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...