Sunday, August 24, 2025

নেশা করে নিজেদের জীবন নষ্ট করবেন না। বৃহস্পতিবার রাজভবনে (Rajbhawan) “আমার বাংলা, নেশামুক্ত বাংলা” অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই আর্জি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। এদিন রাজভবনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি নেশার অপকারিতা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি সাফ জানান, নেশার কবল থেকে বেরিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে হবে সবাইকে। এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose), রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) সহ বিশিষ্টরা।

রাষ্ট্রপতি এদিন বারবার মনে করিয়ে দেন বর্তমান যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে। তবে সমাজ পরিবর্তনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, যদি কখনও দেখেন আপনার বন্ধু বা প্রতিবেশী কোনও মানুষ নেশার কবলে পড়েছেন তার পাশে থাকুন সবসময়। তবেই সমাজ এগিয়ে চলবে। রাষ্ট্রপতি জানান, বর্তমানে নেশা মুক্তির পাঠ সমস্ত স্কুলে এবং কলেজে পড়ানো হয়।

বৃহস্পতিবারই ঝটিকা সফরে কলকাতা এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে পৌঁছে যান রাষ্ট্রপতি। সেখানে ব্রহ্মা কুমারিস- এর উদ্যোগে একটি মহিলা সংগঠনের অনুষ্ঠান রয়েছে। এরপর রাজভবনেই মধ্যাহ্নভোজ সেরে রাষ্ট্রপতি পৌঁছে যান গার্ডেনরিচ শিপবিল্ডার্সে। সেখানে নৌবাহিনীর নতুন জাহাজ ‘বিন্ধ্যগিরি-র সূচনা করেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবারই দিল্লি ফিরে যাবেন তিনি।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version