Sunday, August 24, 2025

শ্রাবণ সন্ধ্যায় সাঙ্গীতিক উপস্থাপনা ‘বরষা মেশে কৃষ্ণ বেশে’! কথায়-কবিতায় অন্যরূপে সত্যম রায় চৌধুরী

Date:

‘কথার পরে কথাই পায়, কথার সুরে কথাই গায়’ – ঠিক যেন এই কথাগুলোকেই নিজের ভাষ্যপাঠ আর কবিতার ছন্দে ছন্দে প্রাণবন্ত করে তুললেন টেকনো ইন্ডিয়ার (Techno India) কর্ণধার সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)। শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টিমুখর আমেজে এক সাঙ্গীতিক উপস্থাপনার সাক্ষী হল শহর কলকাতা (Kolkata)। অনুষ্ঠানের নাম ‘বরষা মেশে কৃষ্ণ বেশে’। যেখানে কবিতার ছন্দ, নৃত্যের তাল আর গানের সুর মিলেমিশে একাকার হয়ে গেল। অনুষ্ঠানে ভাষ্যপাঠে ছিলেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী। তিনি শুধু যে দেশের প্রতিভাবান ভবিষ্যৎ ভবিষ্যৎকে এক উন্নত শিক্ষা পরিকাঠামোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নয়, সংস্কৃতির বিকাশে তাঁর উল্লেখযোগ্য অবদানকে আরও একবার স্পষ্ট করে তুলে ধরল ICCR পেক্ষাগৃহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান।

বাইরে তখন বৃষ্টি পড়ছে, কখনও রিমঝিম কখনও ঝমঝম। কিন্তু সংস্কৃতি অনুরাগী শ্রোতাদের উপস্থিতিতে পূর্ণ প্রেক্ষাগৃহে তখন শুধুই সুরের মূর্ছনা। সংগীত পরিবেশন করলেন বিশিষ্ট শিল্পী সৌম্য বসু (Soumya Basu) এবং অদিতি মুন্সী (Aditi Munshi)। কথায় কবিতায় গানের সুর ঝংকারে মিশে গেল নৃত্যের তাল। বৈষ্ণব পদাবলীর চেনা চরিত্ররা তখন জীবন্ত হয়ে প্রেমের উপাখ্যান তৈরি করছে সৌমিলি ঘোষ বিশ্বাস (Soumili Ghosh Biswas) ও অর্ণব বন্দোপাধ্যায়ের (Arnab Bandopadhyay) নৃত্য উপস্থাপনায়। করতালিতে ফেটে পড়ছে প্রেক্ষাগৃহ। রাধা কৃষ্ণের প্রেম, সে যে চিরন্তন! যুগে যুগে নানা আঙ্গিকে তার পট পরিবর্তন হলেও গভীর ভালোবাসার নির্যাস আজও অন্তরে বহন করে চলেছি আমরা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে যেন সেটাই প্রস্ফুটিত হয়ে উঠলো। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন দেবনাথ, সত্যম রায় চৌধুরীর স্ত্রী মৌ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version