Monday, November 3, 2025

জেলে সহকারী চেয়ে পার্থর আবেদন খারিজ, নাকতলার বাড়িতেই প্ল্যানিং: দাবি সিবিআইয়ের

Date:

তার শরীর অসুস্থ, তাই জেলে সহকারী চেয়ে আদালতে আবেদন করলেন নিয়োগ মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় এই আবেদন করেন তিনি। তবে এব্যাপারে নির্দেশ দেওয়ার এক্তিয়ার আদালতের নেই বলে আবেদন খারিজ করে দেন বিচারক।

ওয়াকিবহাল মহলের মতে, জেলে যথেচ্ছাচার করে ইতিমধ্যে নিজের ও জেল সুপারের কবর খুঁড়েছেন পার্থ। জেলে আংটি পরে ঘোরাকে হাতিয়ার করে তাঁর জামিন রুখে দিয়েছে সিবিআই। প্রমাণ করে দিয়েছে, তিনি কতটা প্রভাবশালী। ওদিকে ওই ঘটনায় আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যার ফলে তাঁর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। এই অবস্থায় জেলে বাড়তি সুযোগ সুবিধা গ্রহণের আগে বাড়তি সাবধানী পার্থ। তাই জেল সুপারের কাছে আবেদনের আর সাহস দেখাচ্ছেন না তিনি। সেক্ষেত্রে ফের তাঁর বিরুদ্ধে উঠতে পারে প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের তত্ত্ব।আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, নাকতলার বাড়ির এক তলায় অফিস চালাতেন পার্থ। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রসন্ন রায়ের মতো ‘মিডলম্যান’দের সঙ্গে নাকতলার বাড়ির অফিসেই বৈঠক করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তদন্তকারী সংস্থার দাবি, মিডলম্যানেরা যে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন, তাঁদের নাম স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কাছে পাঠাতেন পার্থ। সুবীরেশকে সেই কারণেই নিয়ম ভেঙে নিয়োগ করা হয়েছিল বলেও আদালতে দাবি করেছে সিবিআই।পার্থের আইনজীবী অবশ্য তাঁর মক্কেলের জামিনের আর্জি জানিয়ে আদালতে সওয়াল করে বলেন, “এসএসসি একটি স্বশাসিত সংস্থা। তাই কোনও নিয়োগের ক্ষেত্রেই মন্ত্রীর কোনও ভূমিকা ছিল না।” সিবিআইয়ের দাবি, নিয়োগের ক্ষেত্রে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হয়েছে। পার্থকে জামিন দিলে তথ্যপ্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আদালতে আশঙ্কাপ্রকাশ করে তারা।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version