Sunday, August 24, 2025

হিংসায় ফের মৃত ৩, ইয়েচুরির নেতৃত্বে মণিপুর পরিদর্শনে সিপিএম

Date:

হিংসায় লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ফের জ্বলে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার সকালে মণিপুরে টাংখুল কুকি -অধ্যুষিত উখরুলের একটি গ্রামে হিংসার নতুন ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদিকে মণিপুর(Manipur) পরিস্থিতি পর্যবেক্ষণে আজই সেখানে যাচ্ছেন সিপিএমের(CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির(Sitaram yeachuri) চার সদস্যের এক প্রতিনিধি দল। যেখানে রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, সুপ্রকাশ তালুকদার সুহ বাংলার সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। ২০ অগস্ট পর্যন্ত উত্তর পূর্বের এই রাজ্যে সফর করবে সিপিআইএম-এর প্রতিনিধি দলটি।

এদিন সকালে দিল্লি থেকে মণিপুরের উদ্দেশে রওনা হয় সিপিআইএম প্রতিনিধি দলটি। বিমানবন্দরে সংবাদ সংস্থা এএনআইকে সীতারাম ইয়েচুরি বলেন, “আমরা মণিপুরের জনগণের প্রতি সহানুভুতি প্রকাশ করতে যাচ্ছি। আমরা তাদের বলতে চাই, গোটা ভারত আপনাদের পাশে আছে। মণিপুরের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, আমরা করব। রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক, এবং অবিলম্বে হিংসা বন্ধের প্রয়োজন। দেশের ঐক্যের জন্য এই হিংসা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।” গত মাসে সিপিআইএম এবং সিপিআই-এর এক যৌথ প্রতিনিধি দল হিংসা-ধ্বস্ত মণিপুরে গিয়েছিল। সেই দলে ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, জন ব্রিতাস, বিনয় বিশ্বম, কে সুব্বারায়ণ এবং পি সন্দোষ কুমার। ৬ থেকে ৯ জুলাই , উপত্যকা ও পাহাড়ের আশ্রয় শিবির এবং বিভিন্ন হিংসা-ধ্বস্ত স্থানগুলি পরিদর্শন করেছিলেন তাঁরা। এবার এককভাবে মণিপুর পরিদর্শনে রওনা দিল সিপিএম।

এদিকে শুক্রবার সকালে মণিপুরে ৩ মৃত্যুর ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানা গিয়েছে, উখরুল শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত কুকি গ্রাম থুয়াই কুকিতে, এদিন ভোর সাড়ে চারটা নাগাদ এই হামলা হয়। ঘটনায় প্রাণ হারান থাংখোকাই হাওকিপ, জামখোগিন হাওকিপ এবং হলেনসন বেইট। উখরুলের এসপি নিংশেম ভাসুম জানান, ওই তিনজন গ্রাম পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। কিছু সশস্ত্র দুষ্কৃতী ভোররাতে গ্রামে প্রবেশ করে এবং গ্রাম পাহারায় থাকা এই তিনজনকে গুলি করে হত্যা করে। ঘটনার পর ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সেনা। রাজ্যের মেইতি এবং কুকি-জোমি সম্প্রদায়ের মধ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটলেও উখরুল জেলায় হিংসার ঘটনা এই প্রথম।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version