Saturday, December 13, 2025

৯৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু! মেদিনীপুর শহর থেকে বিচ্ছিন্ন থাকবে যোগাযোগও

Date:

Share post:

বৃহস্পতিবার, ১৭ অগস্ট রাত ১১টা থেকে আগামী সোমবার, ২১ অগস্ট রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু। যান চলাচলে থাকবে নিষেধাজ্ঞা। পথচারীরাও যাতায়াত করতে পারবেন না। সেতুর ভার বহন পরীক্ষা(লোড টেস্ট) থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের জন্য কাজ চলবে। তাই অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্যান্য ভারি যান চলাচলের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এর জেরে খড়গপুর-মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকবে।

আরও পড়ুনঃ চলতি বছরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে ছুটবে মেট্রো?
বুধবার সাংবাদিক বৈঠকে জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, “সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ভারি যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লোড টেস্টিংয়ের কাজ করা হবে। বিকল্প রাস্তা দিয়ে চলাচল করবে গাড়ি। ৯৬ ঘণ্টার জন্য ওই নির্দেশিকা।” পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “জরুরী ভিত্তিতে শুধু অ্যাম্বুল্যান্স চলবে ওই রাস্তা দিয়ে। খড়গপুর-মেদিনীপুর শহরের যোগাযোগের জন্য কাঁসাই নদীর উপর সাঁকো, নৌকার ব্যবহার করতে পারবেন মানুষজন। কলকাতা বা পূর্ব মেদিনীপুর থেকে যারা মেদিনীপুর আসবেন তাদের মেছোগ্রাম থেকে দাসপুর হয়ে যাতায়াত করতে হবে।”

কংসাবতি নদীর উপর তৈরি বীরেন্দ্র সেতু মেদিনীপুর-খড়্গপুর সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। ৬০ নম্বর জাতীয় সড়ক এই সেতুর উপর দিয়েই গিয়েছে। সেতু পুরোপুরি বন্ধ রেখে কাজ করার জন্য জেলাস্তরে বৈঠকও হয়েছিল। গত ৭ অগস্ট চিঠি দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৯৬ ঘণ্টা সময় চেয়েছিল। এই সময়ের মধ্যে তারা সেতুটি কতটা ওজন বা লোড নিতে পারবে তার পরীক্ষা নিরীক্ষা চালাবেন। সেই মর্মে জেলাশাসক ওই নির্দেশিকা জারি করেছেন। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বিষয়টি নিয়ে অবগতি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। খড়গপুর-মেদিনীপুরের যোগাযোগকারী একমাত্র রাস্তা ওই সেতু। ৯৬ ঘণ্টা সেই রাস্তা বন্ধ থাকলে দুই শহরের মধ্যে যোগাযোগ যেমন বন্ধ হয়ে যাবে। সুতরাং এর জেরে বহু মানুষ সমস্যার সম্মুখীন হতে পারেন বলে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img

Related articles

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...