Thursday, August 21, 2025

নয়া সিদ্ধান্ত! এবার থেকে মনরেগার কাজে নজরদারি চালাবে ড্রোন

Date:

Share post:

এবার থেকে মনরেগার কাজে নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেবে কেন্দ্রীয় সরকার, জানা গিয়েছে গ্রামোন্নয়নমন্ত্রক সূত্রে।  সম্প্রতি মনরেগা নিয়ে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, চার ধরণের তদারকিতে এই ড্রোন ব্যবহার করা হবে। কাজ চলছে, কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে , কাজের মূল্যায়ণ এবং কোনও অভিযোগের ক্ষেত্রে তা যাচাই করার ক্ষেত্রে ।

ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ  নেওয়ার নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। যদিও ড্রোন প্রযুক্তি চালু করার জন্য রাজ্যগুলিকে কোনও অতিরিক্ত টাকা দেবে না কেন্দ্রীয় সরকার। নির্দেশিকা অনুযায়ী, সেই টাকা রাজ্যগুলিকে প্রশাসনিক খরচ থেকে বের করতে হবে। শুধু তাই নয় রাজ্যগুলিকে ড্রোন কেনার পরিবর্তে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে, ড্রোনের মাধ্যমে পাওয়া ভিডিও এবং ছবি মজুত রাখার জন্য একটি ড্যাশবোর্ড  তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

২০২২ এর মে মাসে মনরেগার কাজে মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা চালু করে মোদি সরকার। এবার ড্রোনের মাধ্যমে নজরদারি।  এই প্রকল্পের তদারকের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হবে এই ড্রোন। প্রতি জেলায় একজন করে আধিকারিক থাকবেন, যিনি কাজের জায়গায় ড্রোন পরিচালনা করবেন।  সশরীরে কাজের জায়গায় না গিয়ে তদারকি করার জন্য জেলার সংশ্লিষ্ট আধিকারিকরা  ড্রোনের সাহায্য নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ৪৯৩জন শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ শিক্ষা দফতরের

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...