Wednesday, November 5, 2025

শিল্পোন্নয়নে মমতার বাংলাকে স্বতঃপ্রণোদিতভাবে ২৫০০ কোটি দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

Date:

পুজোর পর ফের রাজ্যে বসতে চলেছে আরও একটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে আরও একটি সুখবর। বিশ্বব্যাঙ্ক বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা মাথায় রেখে স্বতঃপ্রণোদিতভাবে ২৫০০ কোটি টাকা দিচ্ছে। সহজ শর্তে ঋণ হিসেবে এই টাকা দেবে বিশ্বব্যাঙ্ক। এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চায় না নবান্ন। তাই আজ, শুক্রবারই বিশ্বব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুনঃ World Bank: রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে স্বীকৃতি, বাংলাকে হাজার কোটি টাকা সাহায্য বিশ্বব্যাঙ্কের

এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্রশিল্পে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় মূল লক্ষ্য। রাজ্যের এক আধিকারিক জানান, বিশ্ব ব্যাঙ্কের এই প্রকল্প প্রাপ্তি এতে নিশ্চিত হবে। কী কী কাজ হবে এই প্রকল্পের অধীনে? প্রথমত, শিল্পসম্ভাবনা উজ্জ্বল এমন জায়গাগুলিতে উন্নত রাস্তা ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ। দ্রুত পণ্য পরিবহণের লক্ষ্যে জোর দেওয়া হবে সড়ক, রেল ও জলপথের সমন্বয়ের উপর। লজিস্টিকস ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আগামিদিনে রাজ্যে কর্মসংস্থানের জন্যও এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, ভৌগোলিক অবস্থানের জন্য পণ্য সরবরাহের ক্ষেত্রে বিশেষ সুবিধার জায়গায় রয়েছে বাংলা। ফলে, উত্তর-পূর্বের রাজ্যগুলিসহ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পণ্য সরবরাহের পথ হিসেবে বাংলাকেই বেছে নিচ্ছে বহু শিল্প সংস্থা। ফলে বিশ্ব ব্যাঙ্কের প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের কাজ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৫০ হাজার মানুষ কাজের সুযোগ তৈরি হবে, এমনই হিসেব কষেছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version