Sunday, November 9, 2025

তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন জামাই, ফিরহাদ বললেন “পরজীবী”

Date:

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা ইয়াসির হায়দার। আজ, শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন ইয়াসির। তিনি সম্পর্কে তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা তথা মন্ত্রী ও।কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই। ইয়াসির হায়দার জানান, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি তিনি। সেই বছরই মার্চ মাসে তৃণমূল ছেড়ে দেন তিনি। সক্রিয় রাজনীতিতে ছিলেন না বলে দাবি করে ইয়াসির বলেন, কংগ্রেস তাঁকে এই সুযোগ দেওয়ায় তিনি খুশি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

ফিরহাদ হাকিম প্রসঙ্গে ইয়াসির হায়দার বলেন, “ওঁর প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে আমাদের মতাদর্শ আলাদা। অন্যদিকে, ফিরহাদ হাকিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার তো মনে হয় কংগ্রেস দলটা এবার উঠে যাবে। কারণ, যাঁরা আত্মীয়-স্বজন নিয়ে কারবার করেন তাঁরা আসলে দল করেন না।”

ফিরহাদ হাকিমের আরও সংযোজন, “ফিরহাদ হাকিমের লোক বা আত্মীয় কোনও পরিচয় হয় নাকি? আমি ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি এবং নিজের একটা পরিচয় তৈরি করেছি। গাছের মধ্যে যখন আর একটি গাছ জন্মায় তখন তাকে বলে পরজীবী। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি?” তাঁর ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে কিনা সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ”এটা আমার ভাবমূর্তি বা দলগত কোনও ব্যাপার নয়।”

আরও পড়ুন- রাজ্যসভার বিজেপি সাংসদদের বিরুদ্ধে ভুরিভুরি মা.মলা! তালিকার উপরের সারিতে উঠে এল নিশীথ-বার্লার নাম

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version