Thursday, August 21, 2025

পুরসভায় BJP-র ‘বেআইনি’ সাংবাদিক বৈঠক! প্রতিবাদ করে আ.ক্রান্ত TMC কাউন্সিলররা, নয়া নির্দেশ মেয়রের

Date:

কলকাতা পুরসভায় (KMC) বসেই বেআইনি সাংবাদিক বৈঠকের অভিযোগ বিজেপির (BJP)। আর সেই সাংবাদিক বৈঠক থামিয়ে দেওয়ার চেষ্টা করতেই তৃণমূল কাউন্সিলরদের (TMC Councilor) উপর হামলা বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে তুমুল গোলমাল কলকাতা পুরসভায়। বিজেপি কাউন্সিলরের সিআরপিএফ রক্ষীর দ্বারা আক্রান্ত ২ তৃণমূল কাউন্সিলর। এর জেরে আগামী সোমবার থেকে কোনও ব্যক্তিগত রক্ষী বা বহিরাগত পুরসভার কাউন্সিলর ক্লাবের ভিতরে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (FIrhad Hakim)।

বিজেপি কাউন্সিলরের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলে বলে অভিযোগ। সবমিলিয়ে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা। ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল কাউন্সিলররা। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের অভিযোগ, পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। আমরা সেকথা বলতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতারা। অন্যদিকে, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর অভিযোগ, বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁদের ধাক্কাধাক্কি করেন। জোর করে জামা ছিঁড়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও অসীম বসুর।

শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বেআইনি বাড়ির একাংশ ভেঙে দেয় পুরসভা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে পুরসভার মধ্যেই গায়ের জোরে বচসা থেকে হাতাহাতি শুরু করে বিজেপি কাউন্সিলররা। তবে এক তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, পুরসভার জায়গা দখল করে ওই নির্মাণ গড়া হয়েছিল। আইন মেনেই ভাঙা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

 

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version