Wednesday, November 5, 2025

ভাড়াটেদের স্বার্থ রক্ষায় নয়া আইন কলকাতা পুরসভার, দমকলের কাছেও অনুরোধ ফিরহাদের

Date:

ভাড়াটেদের স্বার্থ রক্ষায় ‘অকুপেন্সি সার্টিফিকেট’ চালু করল কলকাতা পুরসভা। নয়া পুর আইন অনুসারে, এই সার্টিফিকেট থাকলে নতুন বাড়ি হওয়ার পরেও সেখানে জায়গা পাবেন ভাড়াটেরা। তাড়াতে পারবেন না মালিক। শংসাপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ভাড়াটেদের নাম অ্যা সেসমেন্ট বুকে রেকর্ড হয়ে যাবে। ওই ভাড়াটেদের নতুন বাড়িতে কোথায় জায়গা দেওয়া হবে তারও উল্লেখ থাকবে। ভাড়াটেদের জায়গা না দেওয়া হলে বিল্ডিং প্ল্যাওন অনুমোদনই পাবে না। জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বিপজ্জনক বাড়ি আঁকড়ে পড়ে ছিল আগরওয়াল পরিবার। বারবার বলা সত্ত্বেও বাড়ি ছাড়েনি তারা। বুধবার রাতে বাড়ি ভেঙে ইলা আগরওয়ালের মৃত্যুত হয়। গুরুতর আহত হন তাঁর স্বামী অজয় আগরওয়াল। চিন্তায় পড়ে যান তাঁদের ছেলে আর্দশ আগরওয়াল। কিন্তু সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আদর্শর হাতে ‘অকুপেন্সি সার্টিফিকেট’ (Accupency Certificate) তুলে দিলেন মেয়র। তাঁকে আর ভাড়াবাড়ি ছাড়তে হবে না।

এই আইনে কী ক্ষতিগ্রস্ত হবেন বাড়ির মালিকরা? আশ্বস্ত করে মেয়র জানান, বাড়ির মালিকের কোনও লোকসান হবে না। ভাড়াটেদের জায়গা দিলে রুল ১৪২ অনুযায়ী, যা ফ্লোর এরিয়া পাওয়া উচিত, তার চেয়ে অতিরিক্ত এফএআর পাবেন বাড়ির মালিক। অর্থাৎ যতটা জমি ছাড়তে হয় তার চেয়ে কম জমি ছাড়তে হবে বাড়ির মালিককে। অতিরিক্ত যে ফ্লোর এরিয়া রেশিও (FAR) মালিকরা পাবেন তা থেকেই ভাড়াটেদের দেবেন তিনি।

তবে, অতিরিক্ত এফএআর দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্যের দমকল দফতর। কারণ, কম জায়গা ছাড়লে দমকলের গাড়ি ঢুকতে পারবে না। নোটিশ দেওয়ার পরেও বাড়ি খালি করেন না ভাড়াটেরা। ফিরহাদ জানান, দমকল দফতরের কাছে অনুরোধ, পুরনো বাড়ির ক্ষেত্রে কিছুটা ছাড় দিন। তবে, এফএআর নিয়ে কোনও সমস্যাপ হবে না বলেই জানিয়েছেন মেয়র। সূত্রের খবর মেয়রের অনুরোধ বিবেচনা করে শীঘ্রই এ বিষয়ে নতুন আইন আনতে চলেছে দমকল দফতরও।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version