Monday, August 25, 2025

বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে অশ্লীল লেখা এবং ভিডিও পোস্ট নিয়ে সমালোচিত হচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল (Mainul Ahsan Noble) । তবে তিনি যত বেশি না গানের জন্য পরিচিতি পেয়েছেন তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত পারফরম্যান্স- সবেতেই অসংলগ্নতার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ, এমন নানা বিতর্কেও তাঁর নাম জড়িয়েছে। এবার নেশাগ্রস্ত অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার (Bike Accident) কবলে পড়লেন বলে জানা যাচ্ছে। স্থানীয়রা তাঁকে বাঁচাতে এলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে গায়ক মইনুল হাসান নোবেলের (Mainul Ahsan Noble) বিরুদ্ধে।

নিত্যদিন একটা না একটা বিতর্কে জড়িয়ে থাকেন নোবেল। এবার মদের নেশায় চুর হয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। জানা যাচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটু দূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এই কাণ্ড ঘটে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নোবেলের মত্ততার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গায়ক বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। পাশাপাশি অসংলগ্ন কথাও বলতে শোনা যায় তাঁকে। এমনকি দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে সাহায্য করতে গেলে গায়ক তাঁদের অপমান করেন বলে জানা যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুলল্লা মদ্যপ নোবেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। তাঁকে ওই অবস্থায় স্থানীয়রা মাথায় জল ঢেলে কোনওরকমে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও নোবেলের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version