Tuesday, May 20, 2025

নারী শক্তির জয়, আন্তর্জাতিক এবং রাজ্য স্তরে পদক জয় বলাগড়ের দুই কন্যার

Date:

সুমন করাতি, হুগলি : একের পর এক পালক হুগলি জেলার মুকুটে।হুগলি জেলার মুখ উজ্জ্বল করলো দুই কন্যা দেবলীনা সাইন এবং অঞ্জু বর্মন। ক‍্যারেটে প্রতিযোগিতায় জোড়া পদক জেতেন দেবলীনা। এবং রিলে এবং দৌড়ে পদক জেতেন অঞ্জু।

গত ২৯ থেকে ৩০ জুলাই  কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন। সেখানে ভারতের হয়ে ফাইট এবং কাতা বিভাগে  রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করেন দেবলীনা। ফাইট বিভাগে মালেশিয়ার কাছে হেরে রুপো এবং কাতা বিভাগে মালদ্বীপের কাছে হেরে ব্রোঞ্জ পদক জয় করেন দেবলীনা। তার এই সাফল্যে পরিবারের লোকজন।

তেরো বছরের দেবলীনার স্বপ্ন দেশের হয়ে অলিম্পিক্স-এ অংশগ্রহণ করা। কিন্তু সেই স্বপ্নের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পরিবারে অভাব।দেবলীনার পৈতৃক বাড়ি উড়িষ্যায়। আর্থিক অনটনের অভাবে ছোট্ট দেবলীনা থাকেন মামার বাড়িতে।বাবা বিজয় কুমার সাইন নেপালে গভীর নলকূপের পাইপ লাইনের কাজ করেন। তাতেই চলে সংসার।

অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গন সাই স্পোর্টস কমপ্লেক্সে গত ১৩-১৬ আগস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলায় দুটি বিভাগে জোড়া পদক জেতেন বলাগড়ের রুকেশপুরের মেয়ে অঞ্জু বর্মন। ৪০০×১০০ মিটার রিলে সোনার পদক এবং ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক পান অঞ্জু। অঞ্জুর স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন অলিম্পিক্সে। বাবা কমল বর্মন ও মা অন্নপূর্ণা বর্মন শ্রমিকের কাজ করেন l মা বাবা বোনকে নিয়ে সংসার চলে তাঁদের। অভাবকে হারিয়ে রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জোড়া পদক অঞ্জুর।

তাদের এই সাফল্যে অঞ্জু ও দেবলীনা বলেন , “লক্ষ‍্য অনেক দূর। সরকারি সাহায্য পেলে আরো দূর এগিয়ে যাব।” এদিকে বলাগরের মেয়েদের এই সাফল্যে খুশি এলাকার মানুষজন। তারা বলেন, এলাকার মেয়েরা এখন জাতীয় স্তরে গিয়ে পদক জয় করছে এটা খুব গর্বের। আর নারীরা এখন প্রত্যেক ক্ষেত্রেই দেখিয়ে দিচ্ছে তারাও পুরুষদের থেকে কোনো অংশে আর পিছিয়ে নেই।

আরও পড়ুন:কোহলিকে নিয়ে শোয়েবের মন্তব্যের পাল্টা দিলেন সৌরভ, বললেন, বিরাট প্রত্যেকটা ফর্ম‍্যাটেই ভালো

 

 

 

Related articles

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের...

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত...

আদি কৈলাস যাত্রার রুটে ব্যাপক ধস! আটকে কয়েকশো তীর্থযাত্রী-সহ স্থানীয় বাসিন্দা

উত্তরাখণ্ডের (Utterakhand) পিত্রোগড়ে আদি কৈলাস যাত্রার রুটে ধস, আটকে কয়েকশো তীর্থযাত্রী। ভূমিধসের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তীর্থযাত্রীদের...
Exit mobile version