Monday, August 25, 2025

বার্ষিক আয় ৩০০ কোটি, তবু অন্যের দেওয়া শাড়ি পরেন ইনফোসিসের মালকিন! 

Date:

ইনফোসিস ফাউন্ডেশনের (Infosys Foundation) চেয়ারপার্সন সুধা মূর্তিকে (Sudha Murty)সবসময়ই ভারতীয় পোশাক শাড়িতেই দেখা যায়।ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মতো তাঁর স্ত্রীও নিজের গুণে বিশ্বের বুকে আজ পরিচিত নাম। একাধারে সমাজকর্মী, লেখিকা এবং শিক্ষিকা হিসেবেও তাঁর যথেষ্ট নামডাক। এহেন গুণী মানুষের টাকা পয়সার যেকোনও অভাব নেই সেটা বলাই বাহুল্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হল এত কিছুর পরেও নিজের পরনের শাড়িটুকু নিজে কিনতে পারেন না সুধা মূর্তি (Sudha Murty)। গত ২৪ বছরে একটাও নতুন শাড়ি কেনেননি তিনি। কেন?

গতকাল অর্থাৎ ১৯ অগাস্ট ছিল সুধা মূর্তির জন্মদিন৷ ছোট থেকেই পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (Electrical and Electronics Engineering) স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন পাশ করার পর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স (IIS) থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি লাভ করেন তিনি।টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি বা টেলকো-র প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন৷ ১৯৯৬ সালে ইনফোসিস ফাউন্ডেশনের স্থাপন করেন সুধা মূর্তি৷ ২০০৬ সালে সমাজসেবার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পান। এই বছর অর্থাৎ ২০২৩ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে৷তাঁর আরও একটি পরিচয় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি৷ বৈভব যে কম নেই সেটা তাঁর ৭৭৫ কোটি টাকার সম্পত্তির নজির দেখলেই পরিষ্কার। নিজে বার্ষিক প্রায় ৩০০ কোটি টাকা আয় করেন। কিন্তু এত কিছুর পরেও নিজের জন্য একটা শাড়িও কেনেন না সুধা মূর্তি। এবং সেটা আজ নয় গত ২৪ বছর ধরে চলছে। অন্যের দেওয়া উপহার হিসেবে পাওয়া শাড়ি সব সময় পড়তে দেখা যায় তাঁকে। এই ভারতীয় পোশাক পছন্দ করেন না এমনটা তো নয় কিন্তু নিজে কেনেন না কেন? সুধা মূর্তি জানান, হিন্দু ধর্মে কাশী গিয়ে নিজের সবথেকে পছন্দের একটি জিনিস ত্যাগ করে আসতে হয়৷ তিনি সেখানে গিয়ে কেনাকাটা বিশেষত শাড়ি কেনার অভ্যাস ত্যাগ করেছিলেন৷ আর তাই আজ থেকে দু যুগ আগেই নিজের জন্য শেষ শাড়ি কিনেছিলেন ইনফোসিস কর্ত্রী।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version