Monday, November 10, 2025

বিশ্ব জয় স্পেনের, ইংল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ ঘরে তুলল তারা

Date:

বিশ্ব জয় স্পেনের। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হল স্পেন। ফাইনালে ১-০ গোলে হারাল ইংল‍্যান্ডকে। এই জয়ের ফলে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে স্প্যানিশ আর্মাডারা। গতির ঝলকানি, স্কিলের মাধ্যমে ইংল্যান্ডের উপর রাজত্ব করে স্পেন।

ম‍্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম‍্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় স্পেন। মাঝমাঝে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমানো। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। প্রায় গোটা ইংল্যান্ড দলকে নাচিয়ে ছাড়েন স্পেনের মেয়েরা। বাঁ-পায়ে জোরালো শট মারেন পারেদেস। তবে বল বেরিয়ে যায় গোলপোস্টের পাশ দিয়ে। প্রথম ২০ মিনিট গোলে একটিও শট নিতে পারেনি ইংল্যান্ড। ৪১ মিনিটে যদিও ইংল্যান্ড ইতিবাচক আক্রমণ করে। হেম্প ডানপ্রান্ত থেকে উঠে এসে বক্সের মধ্যে পাস বাড়ান। গোলের চার গজ দূর থেকে বলে পা ঠেকাতে পারেননি টুন। যদিও পরে তা অফ সাইড হয়। এর মধ্যেই গতিতে কাউন্টার-অ্যাটাক করে স্পেন। ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে উঠে আসেন বোনমাত্তি। তবে ঠিকভাবে পাস করতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ শটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল স্পেন। বক্সের মধ্যে থেকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের মধ্যে থেকে শট। প্যারালুয়েলোর নীচু শট ইংল্যান্ডের গোলরক্ষকের হাতের পাশ দিয়ে প্রথম পোস্টে লেগে বেরিয়ে গেল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে স্পেন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ ঝাঁঝ বজায় রাখে স্প্যানিশ আর্মাডারা। যার ফলে ম‍্যাচের ৪৯ মিনিটে আবার গোল করার সুযোগ এসে গিয়েছিল স্পেনের সামনে। ইংল্যান্ড গোলরক্ষক ইয়ার্পস ও পোস্টের সাহায্যে বেঁচে যায় ইংল্যান্ড। বক্সের মাথায় পজিশন খুইয়ে ফেলেন স্পেনের কেলি। সেখান থেকে ক্যালদেন্তি বলটা পেয়ে যান। দুর্দান্ত স্কিলের মাধ্যমে বল নিজেদের দখলে রাখে স্পেন। ক্যালদেন্তি এগিয়ে গিয়ে শট নেন ক্যালদেন্তি। শটটা দুর্বল হলেও বিপজ্জনক ছিল। দুর্দান্ত সেভ ইয়ার্পসের।  এরপর বিক্ষিপ্ত ভাবে আক্রমণে উঠে আসে ইংল্যান্ড। মাঝে মধ্যে সুযোগ পেয়ে য%A

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version