Sunday, May 4, 2025

লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই এবার নতুনভাবে ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি, বহু দিন পর ফের বড় দায়িত্বে দীপা দাসমুন্সি।রবিবার নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন কংগ্রেস সভাপতি। এতদিন সোনিয়া গান্ধীর নির্বাচিত স্টিয়ারিং কমিটিকে নিয়েই কাজ চালাচ্ছিলেন মল্লিকার্জুন খাড়গে। আগের ওয়ার্কিং কমিটিতে খুব একটা বড় পরিবর্তন না ঘটালেও একাধিক নতুন নাম যুক্ত করা হয়েছে তালিকায়।সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ মোট ৩০ জন রয়েছেন এই নয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। রয়েছেন বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি সহ অন্যরা।

এবার ওয়ার্কিং কমিটিতে ঠাঁই পেয়েছেন সচিন পাইলট। একাধিক বিতর্ক, গেহলট-পাইলট টানাপোড়েন সহ রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এবার সচিন পাইলটকে টপ ডিসিশন মেকিং বডিতে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, তাঁকে লোকসভা ভোটের আগে কোনও বড় রাজ্যের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
গত বছর কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে মল্লিকার্জুন খাড়গের প্রতিপক্ষ ছিলেন শশী থারুর। কেরালার এই কংগ্রেস সাংসদকেও খাড়গে রেখেছেন নয়া ওয়ার্কিং কমিটিতে। নাম ঘোষণা হওয়ার পর টুইট করে দলকে ধন্যবাদ জানিয়েছেন শশী থারুর।
এদিকে, দীর্ঘ কয়েক বছর পর আবারও কংগ্রেসে বড় দায়িত্ব পেলেন দীপা দাসমুন্সি। তাঁকে আনা হয়েছে সাধারণ সম্পাদক পদে। এই পদে রাখা হয়েছে কংগ্রেসের মোট নয় নেতাকে।কংগ্রেস ওয়ার্কিং কমিটির তালিকায় মাত্র তিনজনের বয়স ৫০ বছরের নীচে। বাকিরা প্রত্যেকেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং দুঁদে রাজনীতিবিদও বটে।
এরই পাশাপাশি, উত্তর প্রদেশের পর্যবেক্ষক সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে এবার আর কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হবে না। তিনি যে লোকসভা ভোটে লড়ছেন,এই সিদ্ধান্তে তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে। জানা গিয়েছে,বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা।
বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং রাজস্থানে ভোট। কংগ্রেস সূত্রে খবর, কমিটি গড়ার সময় এই সব রাজ্যে ভোটের কথাও মাথায় রাখা হয়েছে।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version