Monday, August 25, 2025

লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই এবার নতুনভাবে ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি, বহু দিন পর ফের বড় দায়িত্বে দীপা দাসমুন্সি।রবিবার নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন কংগ্রেস সভাপতি। এতদিন সোনিয়া গান্ধীর নির্বাচিত স্টিয়ারিং কমিটিকে নিয়েই কাজ চালাচ্ছিলেন মল্লিকার্জুন খাড়গে। আগের ওয়ার্কিং কমিটিতে খুব একটা বড় পরিবর্তন না ঘটালেও একাধিক নতুন নাম যুক্ত করা হয়েছে তালিকায়।সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ মোট ৩০ জন রয়েছেন এই নয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। রয়েছেন বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি সহ অন্যরা।

এবার ওয়ার্কিং কমিটিতে ঠাঁই পেয়েছেন সচিন পাইলট। একাধিক বিতর্ক, গেহলট-পাইলট টানাপোড়েন সহ রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এবার সচিন পাইলটকে টপ ডিসিশন মেকিং বডিতে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, তাঁকে লোকসভা ভোটের আগে কোনও বড় রাজ্যের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
গত বছর কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে মল্লিকার্জুন খাড়গের প্রতিপক্ষ ছিলেন শশী থারুর। কেরালার এই কংগ্রেস সাংসদকেও খাড়গে রেখেছেন নয়া ওয়ার্কিং কমিটিতে। নাম ঘোষণা হওয়ার পর টুইট করে দলকে ধন্যবাদ জানিয়েছেন শশী থারুর।
এদিকে, দীর্ঘ কয়েক বছর পর আবারও কংগ্রেসে বড় দায়িত্ব পেলেন দীপা দাসমুন্সি। তাঁকে আনা হয়েছে সাধারণ সম্পাদক পদে। এই পদে রাখা হয়েছে কংগ্রেসের মোট নয় নেতাকে।কংগ্রেস ওয়ার্কিং কমিটির তালিকায় মাত্র তিনজনের বয়স ৫০ বছরের নীচে। বাকিরা প্রত্যেকেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং দুঁদে রাজনীতিবিদও বটে।
এরই পাশাপাশি, উত্তর প্রদেশের পর্যবেক্ষক সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে এবার আর কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হবে না। তিনি যে লোকসভা ভোটে লড়ছেন,এই সিদ্ধান্তে তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে। জানা গিয়েছে,বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা।
বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং রাজস্থানে ভোট। কংগ্রেস সূত্রে খবর, কমিটি গড়ার সময় এই সব রাজ্যে ভোটের কথাও মাথায় রাখা হয়েছে।

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version