Monday, May 19, 2025

‘শীর্ষ আদালতের বিরোধিতা করতে পারেন না’, গুজরাট হাই কোর্টকে ভর্ৎ.সনা সুপ্রিম কোর্টের

Date:

গুজরাত হাইকোর্টকে তীব্র আক্রমণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশের বিরোধীতা করতে পারে না দেশের কোনও আদালত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবার আরেকবারও মামলার শুনানিতে গুজরাত হাইকোর্টের বিরুদ্ধে অহেতুক সময় নষ্টের অভিযোগ উর্ধ্বতন আদালতের।

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ২৫ বছরের তরুণীর গর্ভপাত করানো নিয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাত হাইকোর্টে। গত ৭ অগাস্ট গুজরাত হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর আদালতের নির্দেশেই ১০ অগাস্টের মধ্যে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করে একটি টিম। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়, গর্ভপাতে ওই তরুণীর কোনও সমস্যা হবে না। কিন্তু রিপোর্ট জমা পড়ার গুজরাত হাইকোর্ট ১২ দিন পরে আগামী শুনানির দিন স্থির করে। পরে শুনানির দিন এগিয়ে আনা হলেও ওই তরুণীর গর্ভপাতের অনুমতি খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টে যান। সেখানেই সুপ্রিম কোর্টে গুজরাত হাইকোর্টকে তীব্র ভর্ৎসনা করে জানায়, এমন গুরুত্বপূর্ণ মামলায় আদালত কেন এত সময় নষ্ট করল? একইসঙ্গে শীর্ষ আদালত বলে, ২১ অগাস্ট মামলার শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই আবার নতুন করে মামলার রায় ঘোষণা করে গুজরাত আদালত। গুজরাত আদালতের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আগের রায়ে ত্রুটি থাকায় তা সংশোধন করেই নতুন করে রায় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, “দেশের শীর্ষ আদালতের নির্দেশের বিরোধিতা করে গুজরাত হাইকোর্টের এই আচরণ বরদাস্ত করা হবে না। এসব কী হচ্ছে গুজরাত হাইকোর্টে? গুজরাত হাইকোর্টের এই আচরণ সংবিধানের পরিপন্থী।” পাশাপাশি গুজরাত হাইকোর্টে রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্ট তরুণীর গর্ভপাতের অনুমতিও দিয়েছে।

আরও পড়ুন- বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ! আটক নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিক

 

Related articles

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই...

টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। টেকনো ইন্ডিয়া গ্রুপের...
Exit mobile version