Monday, May 19, 2025

অসমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া

Date:

বিজেপিশাসিত রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া। জারি করেছে অসম (Assam) সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী, ফর্মাল পোশাক (Formal Dress) পরেই ক্লাসে যেতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। তিন মাস আগেই নাকি স্কুলের শিক্ষকদের জন্যেও পোশাক বিধি জারি করেছিল অসম সরকার।

সোমবার, হিমন্ত বিশ্বশর্মা (Himant Viswa Sharma) সরকারের নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক শৃঙ্খলা ও শালীনতার প্রতীক হওয়া উচিত।
কী পোশাক পরবেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা?
নির্দেশিকার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে পোশাকবিধি উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে পুরুষদের ফর্মাল শার্ট-প্যান্ট পরে যেতে হবে। ধুতি বা পাজামাও পরতে পারেন। কিন্তু জিন্স, পোলো টি-শার্টের মতো পোশাক কোনও মতে পরা যাবে না।
মহিলারা সালোয়ার সুট, শাড়ি বা মেখলা-চাদর পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। কিন্তু লেগিংস, জিন্স, টি-শার্ট কর্মক্ষেত্রে পরা যাবে না।

এখানেই শেষ নয়, পোশাকবিধির সঙ্গে পোশাকের রং নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। হালকা রঙের পোশাক পরে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ভদ্র পোশাক পরতে হবে। এই পোশাক ফতোয়া নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। কারণ, যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, সেই উচ্চশিক্ষিত ব্যক্তিদের কি নিজেদের পোশাক সম্পর্কে কোনও সচেতনতা নেই! তাঁরা তো নিজেরাই উপযুক্ত পোশাক নির্বাচন করবেন। বিরোধীদের মতে, বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতীক।

Related articles

আর জি করের ধাঁচে ক্রাউড ফান্ডিং! ৮ কোটির হিসাব নেই শিক্ষকদের কাছে

চাকরিহারাদের আন্দোলনেও সেই আরজি কর স্টাইল। একইরকমভাবে ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করতে ময়দানে...

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে...

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...
Exit mobile version