Saturday, November 8, 2025

অসমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া

Date:

বিজেপিশাসিত রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া। জারি করেছে অসম (Assam) সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী, ফর্মাল পোশাক (Formal Dress) পরেই ক্লাসে যেতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। তিন মাস আগেই নাকি স্কুলের শিক্ষকদের জন্যেও পোশাক বিধি জারি করেছিল অসম সরকার।

সোমবার, হিমন্ত বিশ্বশর্মা (Himant Viswa Sharma) সরকারের নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক শৃঙ্খলা ও শালীনতার প্রতীক হওয়া উচিত।
কী পোশাক পরবেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা?
নির্দেশিকার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে পোশাকবিধি উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে পুরুষদের ফর্মাল শার্ট-প্যান্ট পরে যেতে হবে। ধুতি বা পাজামাও পরতে পারেন। কিন্তু জিন্স, পোলো টি-শার্টের মতো পোশাক কোনও মতে পরা যাবে না।
মহিলারা সালোয়ার সুট, শাড়ি বা মেখলা-চাদর পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। কিন্তু লেগিংস, জিন্স, টি-শার্ট কর্মক্ষেত্রে পরা যাবে না।

এখানেই শেষ নয়, পোশাকবিধির সঙ্গে পোশাকের রং নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। হালকা রঙের পোশাক পরে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ভদ্র পোশাক পরতে হবে। এই পোশাক ফতোয়া নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। কারণ, যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, সেই উচ্চশিক্ষিত ব্যক্তিদের কি নিজেদের পোশাক সম্পর্কে কোনও সচেতনতা নেই! তাঁরা তো নিজেরাই উপযুক্ত পোশাক নির্বাচন করবেন। বিরোধীদের মতে, বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতীক।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version