Sunday, November 9, 2025

অসমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া

Date:

বিজেপিশাসিত রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক ফতোয়া। জারি করেছে অসম (Assam) সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী, ফর্মাল পোশাক (Formal Dress) পরেই ক্লাসে যেতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। তিন মাস আগেই নাকি স্কুলের শিক্ষকদের জন্যেও পোশাক বিধি জারি করেছিল অসম সরকার।

সোমবার, হিমন্ত বিশ্বশর্মা (Himant Viswa Sharma) সরকারের নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক শৃঙ্খলা ও শালীনতার প্রতীক হওয়া উচিত।
কী পোশাক পরবেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা?
নির্দেশিকার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে পোশাকবিধি উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে পুরুষদের ফর্মাল শার্ট-প্যান্ট পরে যেতে হবে। ধুতি বা পাজামাও পরতে পারেন। কিন্তু জিন্স, পোলো টি-শার্টের মতো পোশাক কোনও মতে পরা যাবে না।
মহিলারা সালোয়ার সুট, শাড়ি বা মেখলা-চাদর পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। কিন্তু লেগিংস, জিন্স, টি-শার্ট কর্মক্ষেত্রে পরা যাবে না।

এখানেই শেষ নয়, পোশাকবিধির সঙ্গে পোশাকের রং নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। হালকা রঙের পোশাক পরে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ভদ্র পোশাক পরতে হবে। এই পোশাক ফতোয়া নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। কারণ, যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, সেই উচ্চশিক্ষিত ব্যক্তিদের কি নিজেদের পোশাক সম্পর্কে কোনও সচেতনতা নেই! তাঁরা তো নিজেরাই উপযুক্ত পোশাক নির্বাচন করবেন। বিরোধীদের মতে, বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতীক।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version