আসন্ন লোকসভা নির্বাচনের আগে অবিজেপি রাজ্যগুলির উপর ‘মিশন এজেন্সি’ চালাচ্ছে বিজেপি(BJP)। সেই তালিকায় এবার যুক্ত হল কেরল। মঙ্গলবার কেরলের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম(CPM) বিধায়ক এসি মইদিনের(AC Moideen) বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির অভিযোগ কেরলের(Kerala) কারুভান্নুর সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্কে(Cooperative Bank) অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতেই ইডির(ED) তরফে ত্রিশুর জেলার ওয়াদাক্কাঞ্চেরিতে মইদিনের বাড়ি সহ একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭ টা থেকে মইদিনের বাড়ি সহ কেরলের প্রায় আধ ডজন এলাকায় চলানো হয় তল্লাশি অভিযান। এই অভিযান ইডি আধিকারিকদের সঙ্গে ছিল আধা সামরিক বাহিনীর সদস্যরাও। ইডির অভিযোগ সিপিআই(এম)-নিয়ন্ত্রিত সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করে ঋণ অনুমোদন করা হয়েছিল। শুধু তাই নয় উপযুক্ত জামানত ছাড়াই সদস্যহীন বেনামীদের টাকা দেওয়া হয়েছিল। ইডির দাবি, মইদিনের ইন্ধনেই এই ধরণের ভুয়ো ঋণ অনুমোদন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এই গোটা ঘটনাকে পুরোপুরি ষড়যন্ত্র হিসেবে দেখছে বামেরা। তাদের অভিযোগ, ২৪-এর নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিজেপির ইন্ধনে অতিসক্রিয়তা দেখাচ্ছে ইডি। উল্লেখ্য, মইদিন বর্তমানে ত্রিশুর জেলার কুন্নামকুলাম আসনের বিধায়ক, সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য এবং ২০১৬ এবং ২০২১ সালের মধ্যে রাজ্য মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।
