Wednesday, November 5, 2025

জুতো খুলে ICU-তে যান: পরামর্শে রেগে বুলডোজার আনলেন লখনউয়ের মেয়র

Date:

পান থেকে চুন খসলেই বুলডোজার নীতি চলছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(UttarPradesh)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য বাদানুবাদেও হাজির হচ্ছে ‘ধ্বংসের’ প্রতীক বুজডোজার(Buldozer)। হাসপাতালের(Hospital) আইসিইউয়ে(ICU) ঢুকতে গেলে খুলতে হবে জুতো। এটাই জানানো হয়েছিল লখনউয়ের(Lucknow) মেয়র সুষমা খারাকওয়ালকে(Sushma Kharakwal)। সেখান থেকে চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কি, এবং সবশেষে হাসপাতাল ভাঙতে বুলডোজার নিয়ে হাজির হলেন মেয়র(Meyor)। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে সামলানো হয় পরিস্থিতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, লখনউয়ের এক হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন মেয়র সুষমা খারাকওয়াল। সেই সময় আইসিইউয়ে ঢোকার মুখে তাঁকে নিরস্ত করেন চিকিৎসকরা। তাঁকে অনুরোধ জানানো হয়, তিনি যেন জুতো খুলে তিনি ভিতরে যান। তাতেই মেজাজ হারান মেয়র। তাঁর সঙ্গে বিবাদ শুরু হয় চিকিৎসকদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তর্ক চলতে থাকে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মেয়রের সমর্থকরা হাসপাতালে বাইরে জড়ো হন পোস্টার হাতে। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। তবে সকলকে অবাক করে এই পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় বুলডোজার। যদিও ধংসকাণ্ড চালানোর আগেই উপস্থিত হয় স্থানীয় পুলিশ। এবং দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন তারা। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে সম্প্রতি কোনও অপরাধ ঘটলে, বহু ক্ষেত্রেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়ি। তবে বাড়ির পাশাপাশি প্রতিহিংসায় বশবর্তী প্রশাসন এবার হাসপাতাল ভাঙতে চলেছে বুলডোজার দিয়ে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতালের ডিরেক্টর মুদ্রিকা সিং এই ঘটনাকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version