Wednesday, November 5, 2025

চাঁদের মাটিতে নয়া ইতিহাস! চন্দ্রযান ৩-র সাফল্যে উচ্ছ্বসিত মমতা-অভিষেক

Date:

তৈরি হল ইতিহাস (History)। বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram)। এদিন সেখানেই পৌঁছে গেল ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস। বুধবার ঠিক সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে হাসি আর গর্বের মেলবন্ধন উজ্জ্বল করল ভারতের তেরঙ্গাকে। এখনও পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত (India) এই তালিকার চতুর্থ দেশ হল। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের পুরো কৃতিত্ব পকেটে পুরে নিল ইসরো (ISRO)। আর দেশ তথা ইসরোর এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। চন্দ্রযান ৩-র সফল অবতরণে টুইট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, চন্দ্রযান ৩-র অসাধারণ সাফল্যকে অভিনন্দন। আমাদের দেশের এই মহান কৃতিত্বকে ধন্যবাদ জানাই। মমতা আরও জানান, আমাদের দেশের বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ধারাকে অব্যহত রেখেছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। পাশাপাশি এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এবং স্টেকহোল্ডারদেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মমতা। শেষে মমতা দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন আমরা এই বিশেষ মুহূর্ত উদযাপন করি এবং ভারতের অগ্রগতির জন্য প্রার্থনা করি। জয় ভারত, জয় হিন্দ।

তবে এদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটারে জানান, ভারতকে গর্বিত করার জন্য ইসরোকে অনেক অনেক ধন্যবাদ।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version