Sunday, May 4, 2025

বাংলার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু! মমতার নির্দেশে বিশাখাপত্তনমে যাচ্ছে CID-র প্রতিনিধি দল

Date:

বিশাখাপত্তনমে (Visakhapattanam) পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। এবার ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি (CID)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো বিশাখাপত্তনমে যাচ্ছে তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল। তবে বাংলার ছাত্রীর মৃত্যুর পিছনে কোনও দুর্ঘটনা নয়, এর পিছনে খুনের অভিযোগ সামনে আনছে পরিবার। রবিবারই মুখ্যমন্ত্রীর ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Bishwas) সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত করবে সিআইডি। আর সেই মতোই বিশাখাপত্তনম যাচ্ছে সিআইডি-র প্রতিনিধি দল।

পুলিশ সূত্রে খবর, নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজিনগরের বাসিন্দা ওই পড়ুয়া। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ১৪ জুলাই রাত ১১টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে তাঁদের জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে তাঁদের মেয়ে। পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে, সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে।

পরের দিন খবর পাওয়া মাত্রই বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। এরপর ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর। পরিবারের অভিযোগ, পড়ে গিয়ে নয়, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। এদিকে রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

 

 

 

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...
Exit mobile version