Sunday, November 9, 2025

বাংলার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু! মমতার নির্দেশে বিশাখাপত্তনমে যাচ্ছে CID-র প্রতিনিধি দল

Date:

বিশাখাপত্তনমে (Visakhapattanam) পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। এবার ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি (CID)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো বিশাখাপত্তনমে যাচ্ছে তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল। তবে বাংলার ছাত্রীর মৃত্যুর পিছনে কোনও দুর্ঘটনা নয়, এর পিছনে খুনের অভিযোগ সামনে আনছে পরিবার। রবিবারই মুখ্যমন্ত্রীর ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Bishwas) সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত করবে সিআইডি। আর সেই মতোই বিশাখাপত্তনম যাচ্ছে সিআইডি-র প্রতিনিধি দল।

পুলিশ সূত্রে খবর, নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজিনগরের বাসিন্দা ওই পড়ুয়া। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ১৪ জুলাই রাত ১১টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে তাঁদের জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে তাঁদের মেয়ে। পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে, সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে।

পরের দিন খবর পাওয়া মাত্রই বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। এরপর ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর। পরিবারের অভিযোগ, পড়ে গিয়ে নয়, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। এদিকে রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version