Thursday, November 6, 2025

বাংলার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু! মমতার নির্দেশে বিশাখাপত্তনমে যাচ্ছে CID-র প্রতিনিধি দল

Date:

বিশাখাপত্তনমে (Visakhapattanam) পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। এবার ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি (CID)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো বিশাখাপত্তনমে যাচ্ছে তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল। তবে বাংলার ছাত্রীর মৃত্যুর পিছনে কোনও দুর্ঘটনা নয়, এর পিছনে খুনের অভিযোগ সামনে আনছে পরিবার। রবিবারই মুখ্যমন্ত্রীর ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Bishwas) সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত করবে সিআইডি। আর সেই মতোই বিশাখাপত্তনম যাচ্ছে সিআইডি-র প্রতিনিধি দল।

পুলিশ সূত্রে খবর, নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজিনগরের বাসিন্দা ওই পড়ুয়া। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ১৪ জুলাই রাত ১১টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে তাঁদের জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে তাঁদের মেয়ে। পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে, সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে।

পরের দিন খবর পাওয়া মাত্রই বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। এরপর ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর। পরিবারের অভিযোগ, পড়ে গিয়ে নয়, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। এদিকে রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

 

 

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version