Saturday, May 3, 2025

সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

Date:

সৌজন্যের রাজনীতি একমাত্র তৃণমূলেই দেখা যায়। বিরল দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে। বুধবার নজির গড়লেন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ রায়। বুধবার প্রচারের শুরুতেই প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর ছবিতে মালা দেন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল প্রার্থী। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দু-পক্ষের মধ্যে কুশল বিনিময় হয়।

এদিন প্রথমে তিনি ধূপগুড়ি মাজারে গিয়ে চাঁদর চড়িয়ে মোমবাতি জ্বালিয়ে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। মাজার থেকে প্রথমে মিলপাড়ার একটি রাধাগোবিন্দ মন্দিরে যান সেখানে ওই এলাকার সকলের সঙ্গে মিলিত হন। একসঙ্গে ভোগ খান। নিজের সমর্থনে প্রচার করেন এলাকার উন্নয়নের স্বার্থে তাঁদের কাছে ভোট ‘ভিক্ষা’ করেন। সেখান থেকে বেরিয়ে মিলপাড়া সংলগ্ন এলাকায় প্রচার চালান, মিছিল করেন। এরপর তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে নেতাজিপাড়ার বিভিন্ন এলাকা, ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকা ও আশেপাশের এলাকায় প্রচার চালান। গোটা এলাকাই এদিন পায়ে হেঁটে প্রচার চালান নির্মলবাবু। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ি এবং জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

আরও পড়ুন- এখনই রাজ্যে চালু হচ্ছে না মাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version