Wednesday, August 13, 2025

সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

Date:

সৌজন্যের রাজনীতি একমাত্র তৃণমূলেই দেখা যায়। বিরল দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে। বুধবার নজির গড়লেন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ রায়। বুধবার প্রচারের শুরুতেই প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর ছবিতে মালা দেন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল প্রার্থী। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দু-পক্ষের মধ্যে কুশল বিনিময় হয়।

এদিন প্রথমে তিনি ধূপগুড়ি মাজারে গিয়ে চাঁদর চড়িয়ে মোমবাতি জ্বালিয়ে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। মাজার থেকে প্রথমে মিলপাড়ার একটি রাধাগোবিন্দ মন্দিরে যান সেখানে ওই এলাকার সকলের সঙ্গে মিলিত হন। একসঙ্গে ভোগ খান। নিজের সমর্থনে প্রচার করেন এলাকার উন্নয়নের স্বার্থে তাঁদের কাছে ভোট ‘ভিক্ষা’ করেন। সেখান থেকে বেরিয়ে মিলপাড়া সংলগ্ন এলাকায় প্রচার চালান, মিছিল করেন। এরপর তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে নেতাজিপাড়ার বিভিন্ন এলাকা, ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকা ও আশেপাশের এলাকায় প্রচার চালান। গোটা এলাকাই এদিন পায়ে হেঁটে প্রচার চালান নির্মলবাবু। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ি এবং জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

আরও পড়ুন- এখনই রাজ্যে চালু হচ্ছে না মাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version