Saturday, August 23, 2025

তৃণমূল নেতার রহস্যমৃ.ত্যু! রাতভর নিখোঁজ থাকার পর বাড়ির কাছেই উদ্ধার দেহ  

Date:

তৃণমূল নেতার (TMC Leader) রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর (East Midnapore)। পুলিশ সূত্রে খবর, বাড়ির থেকে কিছুটা দূরেই ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, স্বাভাবিক নয় ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত নেতার নাম শেখ আহমেদ (Seikh Ahmed)।

পুলিশ সূত্রে খবর, একসময় সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন শেখ আহমেদ। কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। পূর্ব মেদিনীপুরের লক্ষ্যা ২ নম্বরের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। তাঁর স্ত্রীও পঞ্চায়েতের সদস্যা ছিলেন। মৃতের স্ত্রী মানোয়ারা বিবি জানান, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল তৃণমূল নেতা আহমেদ। জানা যায়, মহিষাদলের একটি দোকানে রাখা সোনার গহনা ছাড়ানোর উদ্দেশ্যে এই টাকা নিয়ে যান তিনি। এরপর রাত সাড়ে ১১ টা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও আহমেদের ফোন লাগাতার সুইচ অফ আসে। তারপরই তৃণমূল নেতার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা।

এরপর বুধবার সকালে চাঁপি মধ্যপল্লি এলাকায় এক রেশন দোকানের কাছে আহমেদের মোটরবাইক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তা দেখেই আরও সন্দেহ দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর খোঁজ করতেই খানিকটা দূরে এক বাড়ির পেছন থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এদিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তদন্তের দাবিতে বিক্ষোভ জানান এলাকাবাসীরা। তবে ঠিক কী কারণে খুন তার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version