Monday, May 5, 2025

তৃণমূল নেতার রহস্যমৃ.ত্যু! রাতভর নিখোঁজ থাকার পর বাড়ির কাছেই উদ্ধার দেহ  

Date:

তৃণমূল নেতার (TMC Leader) রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর (East Midnapore)। পুলিশ সূত্রে খবর, বাড়ির থেকে কিছুটা দূরেই ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, স্বাভাবিক নয় ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত নেতার নাম শেখ আহমেদ (Seikh Ahmed)।

পুলিশ সূত্রে খবর, একসময় সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন শেখ আহমেদ। কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। পূর্ব মেদিনীপুরের লক্ষ্যা ২ নম্বরের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। তাঁর স্ত্রীও পঞ্চায়েতের সদস্যা ছিলেন। মৃতের স্ত্রী মানোয়ারা বিবি জানান, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল তৃণমূল নেতা আহমেদ। জানা যায়, মহিষাদলের একটি দোকানে রাখা সোনার গহনা ছাড়ানোর উদ্দেশ্যে এই টাকা নিয়ে যান তিনি। এরপর রাত সাড়ে ১১ টা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও আহমেদের ফোন লাগাতার সুইচ অফ আসে। তারপরই তৃণমূল নেতার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা।

এরপর বুধবার সকালে চাঁপি মধ্যপল্লি এলাকায় এক রেশন দোকানের কাছে আহমেদের মোটরবাইক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তা দেখেই আরও সন্দেহ দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর খোঁজ করতেই খানিকটা দূরে এক বাড়ির পেছন থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এদিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তদন্তের দাবিতে বিক্ষোভ জানান এলাকাবাসীরা। তবে ঠিক কী কারণে খুন তার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version