Tuesday, November 11, 2025

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক প্রায় ২কোটি, বিধানসভায় প্রকল্পে খরচের খতিয়ান দিলেন মন্ত্রী

Date:

বাংলায় একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের সময় যখন নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা নখ-দাঁত বের করে দিল্লি টু কলকাতা ডেইলি পাসেঞ্জারি করে মিথ্যা-কুৎসা-অপপ্রচার করছিলেন, ঠিক তখনই ভোট প্রচারে রাজ্যের মহিলাদের সাবলম্বী ও সম্মান জানাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেমন কথা তেমন কাজ। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকেই এই প্রকল্পের অধীনে মাসিক ৫০০ ও ১০০০ টাকা পাচ্ছেন র‌াজ্যের মহিলারা।

সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সংখ্যাটা হল ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে বিপুল টাকাও খরচ হয়েছে রাজ্য সরকারের। বিধানসভায় এই সংক্রান্ত তথ্য দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এখনও পর্যন্ত সরকারের কোষাগার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ায় খরচ হয়েছে প্রায় ২২ হাজার ৪৯ কোটি টাকা। এছাড়াও সরকারের আরএক প্রকল্প রূপশ্রীতে খরচ হয়েছে ৪ হাজার ১২৬ কোটি টাকা। যা ২০১৮ সাল থেকে চলছে। পয়লা সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। এবারও সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে পারবেন মহিলারা। ফলে এই প্রকল্পের উপভোক্তা আরও বাড়বে।

আরও পড়ুন- মুক্তি পেয়ে ওকালতি পেশায় বিলকিসের ধর্ষক! লাইসেন্স কে দিল? বিস্মিত শীর্ষ আদালত

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version