মর.ণোত্তর কৃতী সম্মান পেলেন ঐন্দ্রিলা , কান্নার বাঁধ ভাঙল মায়ের

টানা ১৯ দিন হাসপাতালে লড়াই করেও ক্যা*ন্সারকে হারিয়ে বাড়ি ফিরতে পারেননি ঐন্দ্রিলা । বাড়ির ছোট মেয়েকে হারানোর শো*ক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার।

0
1

এই নভেম্বরে এক বছর হবে। ২০২২ সালে নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে হারাতে হয়েছিল টলিউডকে (Tollywood)। শেষ মুহূর্তেও অশ্রু ভেজা চোখে পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী (Sabyasachi Chowdhury)। তারপর থেকেই মেয়ে হারা মা-কে আগলে রেখেছেন অভিনেতা । বৃহস্পতিবার রাজ্য টেলি অ্যাকাডেমি পুরস্কারের (West Bengal Tele Academy Awards 2023) মঞ্চেও ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মার (Oindila Sharma’s mother Sikha Sharma)পাশে সব্যসাচী চৌধুরী। অনুষ্ঠানে ‘মরণোত্তর কৃতী সম্মান’ প্রদান করা হয় অভিনেত্রীকে। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। চোখ ভিজেছে উপস্থিত দর্শকদেরও। নিজের অভিনয় গুণে একই মঞ্চে পুরস্কৃত হয়েছেন সব্যসাচী চৌধুরীও। মুখ্যমন্ত্রী (CM)নিজে তাঁর প্রশংসা করেন।

টানা ১৯ দিন হাসপাতালে লড়াই করেও ক্যান্সারকে হারিয়ে বাড়ি ফিরতে পারেননি ঐন্দ্রিলা । বাড়ির ছোট মেয়েকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। আজও একা প্রেমিক সব্যসাচী। যদিও তিনি কাজে মন দিয়েছেন। পুরস্কার নিয়ে শিখা শর্মা কাল রাতেই বহরমপুর ফিরে গেছেন। পুরস্কার হাতে নিয়ে মায়ের প্রশ্ন এটা কি ‘মরণোত্তর’ পুরস্কার পাওয়ার বয়স! উত্তরে নীরব হয়তো বিধাতাও।