হৃদরোগে আ.ক্রান্ত হয়ে প্র.য়াত ডব্লিউডব্লিউই খ্যাত ব্রে ওয়াট

২০০৯ সালে, ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং-এ প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেন ব্রে ওয়াট। ২০০৯ সালের এপ্রিলে তিনি প্রথমবারের মতো টিভিতে উপস্থিত হয়েছিলেন।

প্রয়াত ডব্লিউডব্লিউই খ্যাত ব্রে ওয়াট। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৬ বছর বয়সের এই কুস্তিগির। ব্রে ওয়াটের মৃত‍্যুর খবর টুইটারে জানালেন ডব্লিউডব্লিউই খ্যাত আরেক কুস্তিগির ট্রিপল এইচ।

২০০৯ সালে, ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং-এ প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেন ব্রে ওয়াট। ২০০৯ সালের এপ্রিলে তিনি প্রথমবারের মতো টিভিতে উপস্থিত হয়েছিলেন। ২০২১-২২ সালে ওয়াটকে হঠাৎ করেই ছেড়ে দেন ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। তিনবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়াট। ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন দু’বার। ২০১৮ এবং ২০১৯ সালে অল্প কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলেন তিনি।

ব্রে ওয়াটের মৃত্যুর খবর জানাতে গিয়ে ট্রিপল এইচ লেখেন,” আমি এইমাত্র হল অফ ফেমার মাইক রোটুন্ডার থেকে একটি খবর পেয়েছি, যিনি আমাকে উইন্ডাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের কথা বলেছিলেন। তিনি আজ মারা গিয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। আমরা অনুরোধ করছি যে সকলেই এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করবে।”

আরও পড়ুন:এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে কোহলি-রোহিতদের বিরাট বার্তা মহারাজের