Saturday, August 23, 2025

পাক গুপ্তচরদের গোপন তথ্য পা.চারের অভিযোগ! কলকাতা থেকে গ্রে.ফতার বিহারের যুবক

Date:

পাক গুপ্তচরদের (Pakistani Spy) দেশের একাধিক গোপন তথ্য পাচারের (Information Leak) অভিযোগ। আর সেই অভিযোগেই এবার শহর কলকাতা (Kolkata) থেকে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। বিহারের (Bihar) দাড়ভাঙ্গার বাসিন্দা সে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ভক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। আর ধৃতকে পাকড়াও করতেই তার মোবাইল থেকে দেশ সম্পর্কিত একাধিক ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে বলে খবর। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে এসটিএফ।

তদন্তকারীরা জানিয়েছেন, ভক্ত একাধিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাক গুপ্তচরদের কাছে পাঠিয়েছিল। আর সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, শেষ তিন মাস ভক্ত কলকাতাতেই ছিল। তার আগে দিল্লিতে একটি কুরিয়ার সংস্থায় কর্মরত ছিল বিহারের বাসিন্দা। কলকাতায় বিভিন্ন সময়ে ছোট কাজ করত ভক্ত। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসানোর কাজে যুক্ত ছিল সে। দেশের তথ্য হাতিয়ে পাক গুপ্তচরকে পাঠাত সে।

আর বিষয়টি নজরে আসতেই সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতরের তরফ থেকে কলকাতা এসটিএফকে খবর দেওয়া হয়। ভক্তের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড়ের কাজ শুরু হয়। গত কয়েকমাস ধরেই কলকাতা শ একাধিক জায়গায় ভক্তের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

 

 

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version