Saturday, November 8, 2025

বিজেপির নেতাদের সঙ্গে নিয়ে মাটিগাড়ায় মৃ.তা ছাত্রীর বাড়িতে রাজ্যপাল!

Date:

বাংলায় সমান্তরাল শাসন চালানোর প্রচেষ্টা। যে কোনও ঘটনা ঘটলেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিলিগুড়ির মাটিগাড়া (Matigara) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল। পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও মন্তব্য করেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সঙ্গে ছিলেন বিজেপির (BJP) সাংসদ-বিধায়ক-নেতা। একইদিনে নির্যাতিতার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।

শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় স্কুলড্রেস (School Dress) পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, ঝোপ-জঙ্গলে ভরা জায়গায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত মহম্মদ আব্বাস। ৬ ঘণ্টার মধ্যেই ধরা পরে যায় সে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার। এদিন মাটিগাড়ায় যান সি ভি আনন্দ বোস। মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, তদন্ত চলছে। অভিযুক্ত শাস্তি পাবেই। এরপরেই রাজ্যকেও নিশানা করেন আনন্দ বোস।

এদিনই মৃতার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Ray) ও উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)। অনন্যা চক্রবর্তী জানান, মৃতার পরিবার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

কিন্তু যেখানে রাজ্য প্রশাসন তৎপর। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ধরা পড়েছে। নাবালিকার পরিবারের পাশে আছে রাজ্য সরকার। সেখানে রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে কেন জনঘোলা করছেন! আর সঙ্গে বিজেপি নেতা-সাংসদ-বিধায়কদের নিয়ে নির্যাতিতার সঙ্গে নিয়ে যান আনন্দ বোস। শাসকদলের নেতারা বারবারই তাঁকে বিজেপি নেতা বলে কটাক্ষ করেন। এই দিনের ঘটনা তাঁদের সেই অভিযোগকেই সমর্থন করে।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version