Sunday, August 24, 2025

জি-২০ সম্মেলনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা! দিল্লির একাধিক মেট্রো স্টেশনে বি.তর্কিত খ.লিস্তানি স্লোগান

Date:

খলিস্তানিদের (Khalistani) হুঙ্কার ঘিরে অশান্ত হয়ে উঠল রাজধানী শহর। এবার দিল্লির (Delhi) মেট্রো স্টেশনের (Metro Station) বাইরে লেখা হল বিতর্কিত স্লোগান। আর এমন ঘটনাকে কেন্দ্র করে জি-২০ সম্মেলনের (G20) আগে রাজধানীর নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সম্মেলন নিয়ে ব্যস্ত দিল্লির পুলিশ-প্রশাসন। প্রশাসনের তরফে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সম্মেলনের একদিন আগে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ১০ তারিখ রাত ১২টা পর্যন্ত দিল্লির বিস্তীর্ণ এলাকায় কার্যত লকডাউন পরিস্থিতি থাকবে। বহু রাস্তায় পথচারী এবং বেসরকারি গাড়ি চলাচল বন্ধ থাকবে ওই তিনদিন। গোটা এলাকা থাকবে পুলিশ ও আধা সেনার দখলে।

তবে শুধু যানবাহন নয়, দিল্লি জুড়ে ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ও আধা সেনা। জি ২০ সম্মেলনে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিং পিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রমুখ। এরই মধ্যে শহরের কয়েকটি জায়গায় খলিস্তানি স্লোগান লেখা পোস্টার ঘিরে চিন্তা বেড়েছে পুলিশের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘শিখ ফর জাস্টিস’ নামে খলিস্তানপন্থী একটি সংগঠন এই পোস্টার দিয়েছে। সেখানে লেখা, দিল্লিকে খলিস্তান বানানো হবে। আর একটিতে লেখা খলিস্তান গণভোট জিন্দাবাদ। তবে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি মুছে দেয় বলে খবর।

খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় স্লোগান লেখার দাবি স্বীকার করা হয়েছে। এমনকী ‘শিখস ফর জাস্টিসে’র কর্মীরা দিল্লিতে ছড়িয়ে পড়েছে বলেও খবর। দিল্লির শিবাজী পার্ক থেকে পাঞ্জাবি বাগ স্টেশন পর্যন্ত মোট পাঁচ স্টেশনগুলিতেও উপস্থিত ছিলেন তাঁরা। যদিও ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version