Sunday, November 9, 2025

জি-২০ সম্মেলনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা! দিল্লির একাধিক মেট্রো স্টেশনে বি.তর্কিত খ.লিস্তানি স্লোগান

Date:

খলিস্তানিদের (Khalistani) হুঙ্কার ঘিরে অশান্ত হয়ে উঠল রাজধানী শহর। এবার দিল্লির (Delhi) মেট্রো স্টেশনের (Metro Station) বাইরে লেখা হল বিতর্কিত স্লোগান। আর এমন ঘটনাকে কেন্দ্র করে জি-২০ সম্মেলনের (G20) আগে রাজধানীর নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সম্মেলন নিয়ে ব্যস্ত দিল্লির পুলিশ-প্রশাসন। প্রশাসনের তরফে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সম্মেলনের একদিন আগে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ১০ তারিখ রাত ১২টা পর্যন্ত দিল্লির বিস্তীর্ণ এলাকায় কার্যত লকডাউন পরিস্থিতি থাকবে। বহু রাস্তায় পথচারী এবং বেসরকারি গাড়ি চলাচল বন্ধ থাকবে ওই তিনদিন। গোটা এলাকা থাকবে পুলিশ ও আধা সেনার দখলে।

তবে শুধু যানবাহন নয়, দিল্লি জুড়ে ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ও আধা সেনা। জি ২০ সম্মেলনে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিং পিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রমুখ। এরই মধ্যে শহরের কয়েকটি জায়গায় খলিস্তানি স্লোগান লেখা পোস্টার ঘিরে চিন্তা বেড়েছে পুলিশের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘শিখ ফর জাস্টিস’ নামে খলিস্তানপন্থী একটি সংগঠন এই পোস্টার দিয়েছে। সেখানে লেখা, দিল্লিকে খলিস্তান বানানো হবে। আর একটিতে লেখা খলিস্তান গণভোট জিন্দাবাদ। তবে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি মুছে দেয় বলে খবর।

খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় স্লোগান লেখার দাবি স্বীকার করা হয়েছে। এমনকী ‘শিখস ফর জাস্টিসে’র কর্মীরা দিল্লিতে ছড়িয়ে পড়েছে বলেও খবর। দিল্লির শিবাজী পার্ক থেকে পাঞ্জাবি বাগ স্টেশন পর্যন্ত মোট পাঁচ স্টেশনগুলিতেও উপস্থিত ছিলেন তাঁরা। যদিও ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version